রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা কুমিল্লায় বম্বে, লেইজ ও প্রাণের নকল চিপস উৎপাদন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা দুর্যোগে পতিত মানুষের পাশে দাঁড়ান : স্কাউটাস সদস্যদের প্রতি এমপি প্রাণ গোপালের আহ্বান সাতক্ষীরার যুদ্ধাপরাধী মামলার আসামি কুমিল্লায় গ্রেফতার

যে দলেরই হোক চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না : এমপি বাহার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮০ দেখা হয়েছে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিএনপি  ক্ষমতায় থাকলে তাদের কিছু মস্তান আছে, যারা এলাকায় এলাকায় মস্তানী করে মানুষের উপর জুলুম- নির্যাতন করে, চাঁদাবাজি করে। আমরা কুমিল্লাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইভটিজিংমুক্ত ঘোষনা করেছি। আমার কাছে খবর আছে এখনো পাঁচথুবি এলাকায় কিছু নিরব চাঁদাবাজি হয়। আপনারা নিরব চাঁদাবাজদের নাম দিবেন। চাঁদাবাজরা যেই দলেরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না।

 

শনিবার (২৭ মে) কুমিল্লা শহরতলীর চাঁনপুর ঈদগা মাঠে ৫ নং পাঁচথুবী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। এসময় তিনি গোমতীর উপর চানপুরে ৭০ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন ব্রীজ করে দেওয়ার ঘোষনা দেন।

 

সাধারন মানুষের স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক প্রকল্প প্রসঙ্গে এমপি বাহার বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে জনবান্ধব মানবিক উদ্যোগকে বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালে পুনরায় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা পুনরায় চালু করেছিলেন। যা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে ৩৪ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। মা-বোনদের বেশির ভাগ ডেলিভারী হয় এ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। সারা বিশ্বে কেউ কমিউনিটি ক্লিনিক করে জনগনকে এ ধরনের সেবা দিতে পারেনি।

 

এমপি বাহার বলেন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভিত্তিক মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তজার্তিক স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। শুধু তাই নয়, কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অসামান্য উদ্ভাবনী নেতৃত্ব’ ঘোষণা করেছে। এখন যদি জাতিসংঘ থেকে কিংবা ইউনেস্কো থেকে অথবা ওয়াল্ড হেলথ অর্গারেশন থেকে বিশ্বের কোথায়ও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে সাহায্য করে তাতে নাম লিখা থাকবে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’। এটা আফ্রিকা হোক, পৃথিবীর যেকোন দরিদ্র দেশে কিংবা ধনী দেশে হউক। কমিউনিটি ক্লিনিকের ইনিশিয়েটিভ আজ সারা বিশ্বের হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

 

মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. বাকি আনিস, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, পাঁচথুবী ইউপি সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম, কোষাধ্যক্ষ পেয়ার আহম্মেদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হীরন সহ ইউনিয়ন, উপজেলা ও মহানগরের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Last Updated on May 27, 2023 7:31 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102