মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা সদর দক্ষিণে বিপুল ভোটে বাবলুর জয় মুরাদনগরে ভোটের মাঠে প্রচার প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা কুমিল্লার সদর দক্ষিণে ভোটকেন্দ্রে টাকা বিতরণ : প্রার্থীর সমর্থকের তিনদিনের কারাদণ্ড শিশু মীম হত্যার দায়ে চান্দিনার ওমর ফারুকের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লা শিক্ষাবোর্ড : এসএসসির পৌনে এক লক্ষাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন # গণিত বিষয়ে আবেদন বেশি বিজয়নগরে সরকারি ধান সংগ্রহে কৃষক তালিকা প্রণয়নে বৈষম্যের অভিযোগ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড

আপনার সন্তানের পড়ালেখার প্রতি আসক্তি আনুন

শিক্ষা ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৫ দেখা হয়েছে

বর্তমান সময়ে গেম কিংবা মোবাইলের প্রতি শিক্ষার্থীরা যে হারে আসক্ত হয়ে পড়ছে, এর থেকে উত্তরণের পথ হল পড়ালেখার প্রতি তাদের আসক্তি গড়ে তোলা। আর এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতা ও নজরদারির সঙ্গে অভিভাবকদের করতে হবে। অভিভাবকরা যদি তার সন্তানের পড়ালেখার প্রতি আসক্তি তৈরি করতে চান তাহলে আপনার সন্তান গেম ও মোবাইলের প্রতি যে মনোযোগ নিয়ে বসে থাকে ওই মনোযোগের কাজটি সৃষ্টি করতে হবে পড়ালেখার প্রতি।

 

আপনার সন্তানের খুব সহজেই পড়ালেখার প্রতি আসক্তি আনা যায়।

 

উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আপনার সন্তান কোনো গেইম খেলতে গিয়ে প্রথম দিন সেই খেলাটা একেবারেই এক বিরক্তির কারণ বলে মনে করবে। কিন্তু সেই বিরক্তিকে মেনে নিয়ে, যদি সে পরের দিনও গেইমটা খেলতে বসে, সেইদিনও মনে বিরক্তির কারণ বলে মনে হবে। কিন্তু যদি সে একনাগাড়ে ৪/৫ দিন গেইমটা খেলতে বসে, তখন দেখা যাবে আস্তে আস্তে খেলাটা অনেকটা সহজ মনে হবে। ৬ দিনের মাথায় খেলাটার প্রতি একটা আকর্ষণ কাজ করবে। খেলাটা খেলতে মন চাইবে। যতক্ষণ খেলবে, তারপরও আরও বেশি করে খেলতে মন চাইবে।

 

অনুরূপভাবে পড়ালেখার ব্যাপারটাও এরকম।প্রথম দিন পড়তে বসলে এক ঘণ্টার মধ্যেই বিরক্তি চলে আসবে। সেই প্রথমদিকের এক ঘণ্টাকে মনে হবে মহাকালসম। এই এক ঘণ্টার ভার মনে হবে বুকে পাহাড় রেখে দেওয়ার মত অসহ্য, বই খাতা চরম শত্রু। কিন্তু এক ঘন্টার অথবা শুরুর এই বিরক্তির সময়টিতে পড়ার টেবিল ছেড়ে যাতে আপনার সন্তান উঠে না যায় এদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।

কেননা আমাদের অধিকাংশ মানুষ ঠিক এই জায়গাটাতেই ভুলটা করি। পড়ালেখা যখন শুরুর দিকেই বিরক্তি লাগে, তখনই শিক্ষার্থীরা পড়া থেকে উঠে আসতে চায়। কিন্তু ওই যে আপনার সন্তান যতক্ষণ না সেই বিরক্তিটাকে মেনে নিয়ে দীর্ঘ সময় পাড়ি দিচ্ছে, ততক্ষন ব্যাপারটা তার কাছে গেমের মত নেশা হচ্ছে না, বিরক্তিতেই থেকে যাচ্ছে। তাই এই পড়ালেখাটা আজীবনের জন্য আর নেশা হয়ে উঠে না।সাহস করে পড়ালেখার বিরক্তিটাকে সাথে নিয়ে দীর্ঘ সময় অতিক্রম করছে না।

 

এক্ষেত্রে একজন অভিভাবক হিসেবে আপনাকে এমন ভূমিকা পালন করতে হবে যাতে আপনার সন্তান বইয়ের পড়া ছেড়ে উঠে না আসে।

 

মনে রাখবেন, প্রথমদিন পড়তে বসলে বিরক্তি আসবেই। ৫/৬ ঘণ্টা চেয়ারে তবু বসিয়ে রাখুন সন্তানকে। তারপরে বসে থাকতে আর মন চাইবে না, পড়তে মন চাইবে না। তবু বসিয়ে রাখুন বই সামনে দিয়ে। এইভাবে বিরক্তিকে সাথে নিয়ে অন্তত ২/৩ দিন কিংবা বেশি হলে ৪/৫ দিনই সন্তানকে বই দিয়ে বসিয়ে রেখে দেখুন, ৬ দিনের দিনে গিয়ে আপনার সন্তানের পড়ার প্রতি নেশা জন্মাবে, আগ্রহ আসবে। ৭ দিনের দিনে ঠিকই সে পড়তে বসতে চাইবে, তার কাছেনপড়া ভালো লাগবে, সে পড়ালেখাকে ভালবেসে নেশা বানিয়ে ফেলবে সাহস করে। আর পড়ালেখার এই নেশাই তাকে সঠিক পথে পরিচালিত করবে।

লেখক:
মো. ফারুকুল ইসলাম
সিনিয়র শিক্ষক
নজরুল মেমোরিয়াল একাডেমী, কুমিল্লা।

Last Updated on April 5, 2024 4:01 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102