সোমবার, ২০ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না

কুবিতে দুই রুমমেটের মারামারি

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফ্যানের সুইচ বন্ধ করাকে কেন্দ্র করে শেখ সজীব নামে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে মারধর করেছে একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও আহত সজীবের রুমমেট আবু সাঈদ আহমেদ।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রভোস্ট বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী শেখ সজীব।

 

প্রত্যক্ষদর্শী এক রুমমেট জানায়, শনিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে হলে ফিরে আসেন সজীব। এসে গরম লাগার কারণে রুমের ফ্যান ছেড়ে দিলে তার রুমমেট সাঈদ আহমেদ ফ্যান বন্ধ করতে বলে। এক পর্যায়ে সাঈদ নিজেই ফ্যান বন্ধ করে দেয় এবং সজীব আবার ফ্যান ছেড়ে দিলে সাঈদ পুণরায় ফ্যান বন্ধ করে এবং ফ্যানের রেগুলেটর ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে সাঈদের বিছানার নিচে থাকা এসএস পাইপ নিয়ে সজীবকে আঘাত করেন। পরে অন্যান্য রুমমেট ও পাশের রুমের সহপাঠীরা এসে সজীবকে উদ্ধার করে এবং সাঈদকে আরেক রুমে নিয়ে যায়। এ ঘটনায় সজীব ডান হাতের বাহু, পেট এবং মাথার ডানপাশে আঘাতপ্রাপ্ত হয়। পরে সহপাঠীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হুমায়ুন বলেন, হৈচৈ শুনে আমি ওই রুমে আসার পর দেখি সাঈদের হাতে রড এবং দুজন তাকে থামানোর চেষ্টা করছে। তবুও সাঈদ সজীবকে আঘাত করে।

 

এ বিষয়ে আহত শেখ সজীব বলেন, গরম লাগার কারণে রুমের ফ্যান চালু করি। তখন সাঈদ সাথে সাথে ফ্যান বন্ধ করতে বলে। আমি দুই মিনিট অপেক্ষা করতে বলি কারণ আমার গরম লাগছে। তখন সাইদ ফ্যান বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে ফ্যানের রেগুলেটর ভেঙে ফেলে। এসময় আমি কারণটি জানতে চাইলে সে আমাকে গালি দেয় এবং তার বেডের নিচ থেকে একটা পাইপ বের করে আমাকে জোরে আঘাত করে। তিনি আরও বলেন, এরআগেও সাঈদ অনেককে মারধর করতে উদ্যত হয়। এখন আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই প্রভোস্ট স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।

 

তবে অভিযোগ অস্বীকার করে সাঈদ আহমেদ বলেন, বিকালে আমি রুমে শুয়েছিলাম। সজীব বাসা থেকে রুমে এসে ফ্যান ফুল স্পিডে ছেড়ে দেয়। ফ্যানে ময়লা থাকার ফলে পুরো রুমে ময়লা ছড়িয়ে পড়ে ফলে আমি ফ্যান বন্ধ করে দেই। তখন সজীব বলে ফ্যান বন্ধ করলি কেন? এসময় সজীব আবার ফ্যান দেয় এবং আবার আমি বন্ধ করে দিলে তখন সজীব আমাকে ধাক্কা দেয় এবং কথা কাটাকাটি হয়। তখন রুমে ব্যাচমেটরা চলে আসে। এক পর্যায়ে সজীব দুই লিটারের বোতল দিয়ে আমারকে আঘাত করে। পরে আমি ওকে পাইপ দিয়ে আঘাত করি।

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত হল প্রভোস্ট মু. আবু বকর সিদ্দিক বলেন, আমরা বিষয়টি অবগত আছি। কালকে আমরা শিক্ষার্থীদের সাথে বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

 

প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, এটি হলের অভ্যন্তরীণ বিষয় তাই এটি হল প্রশাসন দেখবে। তবে হল প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব।

Last Updated on February 17, 2024 11:05 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102