# চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ইফতার সম্মিলন অনুষ্ঠিত" />
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি যার যার অবস্থান থেকে বীমাখাতে অবদান রাখার চেষ্টা করি তাহলে বীমা খাতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হবে। আজকে ইন্সুরেন্সের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারিভাবে ও নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শিক্ষা বীমা ব্যাপক সাড়া ফেলেছে। এ বীমার আওতায় একজন শিক্ষার্থীকে বছরে প্রিমিয়াম দিতে হবে ৮৫ টাকা, তার বিপরীতে মাসে ৫০০ টাকা করে, বছরে ৬ হাজার টাকা বৃত্তি পাবে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা পরিকল্পটির উদ্দেশ্য হলো দেশের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা।
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল আরো বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুমিল্লা অঞ্চলে গ্রাহকদের সেবা দিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কয়েকবারই দেশের অন্যান্য বীমা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে দ্রুততম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। শতভাগ ডিজিটাল বীমা সেবা নিয়ে চার্টার্ড লাইফ এগিয়ে চলছে।
বুধবার (৩ এপ্রিল) চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গৌরবগাথা ১০ বছরের সাফল্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটির কুমিল্লা অঞ্চলের ব্রাঞ্চ ও ইউনিট ম্যানেজার এবং ফিন্যান্স এসোসিয়েটদের সম্মানে আয়োজিত ইফতার সম্মিলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার চন্দন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রফেসর ডা. আতোয়ার রহমান, সাংবাদিক সাদিক মামুন ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেনিং এক্সিকিউটিভ সাইফ রহমান সাকিন।
Last Updated on April 4, 2024 12:13 am by প্রতি সময়