সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক

কুমিল্লার চাঞ্চল্যকর মনির হত্যাকান্ড : পিতাসহ পাঁচ ভাই গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২২৩ দেখা হয়েছে

কুমিল্লা শহরতলীর দুর্গাপুর দিঘিরপাড় এলাকায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে দুই দফা নির্যাতন চালিয়ে হত্যার পর বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ৬ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা একই পরিবারের। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর গ্রামের আমির আলী এবং তার ৫ পুত্র এরশাদ, তৌহিদ,আজাদ, রাশেদ ও জাহিদ। মঙ্গলবার (১৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ।

এদিকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে এজহার নামীয় ৮ আসামীর মধ্যে ৬ আসামী গ্রেফতার হওয়ায় সন্তেুাষ প্রকাশ করেছেন নিহত মনিরের স্বজনরা। তারা বলেন,পুলিশ প্রশাসন বর্বরোচিত হত্যাকান্ডকে গুরুত্ব দিয়ে অল্প সময়ে আসামীদের গ্রেফতার করেছে এতে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার চাই,খুনিদের ফাঁসি চাই।
এছাড়া মনির এলাকায় শান্ত-শিষ্ঠ শান্তিপ্রিয় লোক হিসেবে পরিচিত ছিল। তাকে বর্বরোচিতভাবে দফায় দফায় রড,লাঠি,বেলচা দিয়ে পিটিয়ে হত্যা করে ফিল্মি কায়দায় নানা অপকৌশলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করার ঘটনা এলাকায় জানাজানি হলে নিন্দার ঝড় উঠে। তবে মামলা দায়েরের পরদিনই ঘটনার মুল হোতা তৌহিদ,এরশাদ সহ ৬ খুনি গ্রেফতারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। তারা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিথ্যা মোবাইল চুরির অপবাদ দিয়ে মনির হোসেনকে ১১ মে সন্ধ্যা এলাকায় মারধর করার পর পূনরায় ১৩ মে সকালে মামলায় অভিযুক্তরা রাস্তা থেকে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোতয়ালী মডেল থানায় চোর হিসেবে সোপর্দ করার চেষ্টা চালায়। পুলিশ হাসপাতালে নিতে যাওয়ার কথা বললে নির্যাতনকারীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের রেজিষ্টারে দূর্ঘটনার আহত উল্লেখ করে মনিরের পরিচয় অজ্ঞাত হিসেবে লেখা হয়। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ১৪ মে হাসপাতাল থেকে কোতয়ালী মডেল থানায় খবর দেয়ার পর পুলিশ ময়নাতদন্তের পর মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য মরদেহ আঞ্জুমানে হস্তান্তর করে। ১৫ মে নগরীর টিক্কাচর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার দাফন সম্পন্ন হয়। ঘটনার ৪ দিন পর রোববার (১৬ মে) স্বজনরা তার খোঁজে থানায় গিয়ে জানতে পারেন মনির নিহত হয়েছে। নানা নাটকীয়তা শেষে এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে এরশাদ ও তৌহিদসহ ৫ ভাই ও পিতা আমির আলী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে এরই মধ্যে এজাহারনামীয় ৮ জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আাসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও ওসি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহম্মেদ জানান, সোমবার রাতভর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার নামীয় ৬ আসামীকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যেমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনায় এজহার নামীয় আসামীর বাহিরে কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

Last Updated on May 18, 2021 11:56 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102