সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক

হাঁপরের শব্দ আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখর কুমিল্লার কামারপট্টি

সাদিক মামুন
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪০৪ দেখা হয়েছে

প্রতিবছর কোরবানীর ঈদে কামার দোকানদারদের একটা বড় টার্গেট থাকে। সারা বছরের ব্যবসার লাভের বড় অংশ কোরবানী ঈদের এ মৌসুমেই হাতে আসে। করোনা পরিস্থিতির কারণে এবারে কামার দোকানিরা ব্যবসায় ধস নামবে এমনটি ভেবেছিল।

কিন্তু না,  এবারে ব্যবসা খারাপ যাচ্ছেনা কামারপট্টির।কুমিল্লা শহরের চকবাজারের কামার দোকানিরা পশু জবাইয়ের এবং মাংস কাটাকুটির সব সরঞ্জাম শান দেয়া, তৈরি করা নিয়ে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন। হাঁপরের আগুনের শিখায় লাল করে নামিয়ে এনে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি। আবার শান মেশিনের আলোকছটায় মুখর হয়ে উঠেছে কামারপট্টি।

কুমিল্লা নগরীর চকবাজারের কামারপট্টিতে ঈদুল আজহায় কোররবানীর পশুর গোশত কাটার সরঞ্জাম আগেভাগে কেনা ও পুরানোগুলো মেরামত বা শান দেয়ার কাজটি সারিয়ে নিতে কুরবানীদাতাদের ভিড়ে কামাররাও গলদগর্ম হয়ে পড়েছেন। কুমিল্লা জেলার অন্যতম কামারপট্রি নগরীর চকবাজারে। প্রায় ৩৫টি কামার দোকান রয়েছে এখানে।জেলার অন্যান্য উপজেলাতেও বেশকিছু কামার দোকান রয়েছে। চকবাজারের ঐতিহ্যবাহী পশুরহাট ঘিরেই রয়েছে বিশাল কামারপট্টি।

চকবাজার কামারপট্টি ঘুরে দেখা গেছে, অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমী কর্মচারীর সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাঁপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুং টাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, বড়-ছোট ছোড়া, বঁটিসহ নিমিষে গোশত কাটাকুটির সবধরণের উপকরণ।

কোরবানী এলেই নগরীর চকবাজারের কামারপট্রিতে দোকানিদের বেচাবিক্রি ও কেনার জন্য ব্যস্ততা বেড়ে যায় ক্রেতাদের। কোরবানীীদাতারা পশু কেনার আগে পরে গোশত কাটার সরঞ্জাম কিনে নিচ্ছেন। কেউবা গতবছরের ব্যবহৃত সরঞ্জাম শান দিয়ে চকচকে করে নিচ্ছেন। পুরনোর সাথে নতুন কয়েকটাও কিনে নিচ্ছেন।

চকবাজারের কামারশালার নোয়াব মিয়া জানান, কোরবানী এলেই বেচাবিক্রি ও লোকজনের মরিচা পড়া দা, বটি, ছোরা ইত্যাদি সরঞ্জাম ধারালো করার ব্যস্ততা বেড়ে যায়। ওই দোকানি আরও জানান, কাঁচা লোহা, কয়লা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে দা, ছোরা ও অন্যান্য সরঞ্জাম বেশি দরে বিক্রি করতে হচ্ছে। এবারের ঈদে করোনার প্রভাব কামারপট্টিতে পড়েনি।

ক্রেতা ও গোশত কাটাকুটির সরঞ্জাম শান দিতে আসা লোকজন জানান, শান দেয়ার খরচ বেশি হলেও এবং দা, ছোরা ও অন্যান্য সরঞ্জামের দাম বেশি হলেও কিনতে হবে। কারণ বছরে মাত্র একবার কোরবানীর পশু কাটা-কুটা না করলে আনন্দটাই মাটি হয়ে যাবে।

এদিকে নগরীর চকবাজারের কামারপট্টি ছাড়াও নগরীর রাজগঞ্জ, মোগলটুলি, তেরিপট্টি এলাকার কাশারিপট্টি, কান্দিরপাড়, শাসনগাছায় ফুটপাতে দা, ছোড়া, চাপাতি বিক্রির পসরা বসেছে। প্রতিবছরই কোরবানীর ঈদ এলে ফুটপাতে গোশত কাটাকুটির সরঞ্জাম বিক্রি ও পুরানো সরঞ্জাম শান দেয়ার পসরা জমে উঠে।

আবার ভ্রাম্যমান শানওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে দা, বটি, ছোরা শাণ দিচ্ছেন। কোরবানী এলে এদেরও কদর বাড়ে। কাঁধে শান মেশিন নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়াচ্ছে শানওয়ালারা।

Last Updated on July 28, 2020 10:37 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102