সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা

রমজান মাসে রয়েছে পাপমুক্ত হওয়ার অবারিত সুযোগ

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৪ দেখা হয়েছে

দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি পেতে হলে পাপমুক্ত জীবন গঠন করতে হবে। মানুষের পরম কাঙ্ক্ষিত পাপমুক্ত জীবন গঠনের জন্য মাহে রমজানের বিকল্প নেই। কারণ বছরের যেকোনো সময়ের চেয়ে এ মাসে নিজেকে পাপমুক্ত রাখা সহজ। পরিবেশ ও পারিপার্শ্বিকতা সে সুযোগ করে দেয়। আমরা পরিবেশের কারণে না চাইলেও অনেক সময় পাপে জড়িয়ে পড়ি। রমজানে পাপমুক্ত জীবন গড়ার পরিবেশ বিরাজ করে, সহজ করে দেয়।

মাহে রমজানে বান্দা যখন বিগত দিনের কৃত পাপ বা গোনাহ্ থেকে তওবা করে তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়। বান্দার বিনীত প্রার্থনা ছাড়া আল্লাহ সাধারণত ক্ষমা করেন না। এজন্য রমজানে চাই বেশি বেশি তওবা এবং আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপর্দ।

 

তওবা কবুল হওয়ার জন্য সাধারণত তিনটি শর্ত- অন্যায় পরিত্যাগ করতে হবে, পাপের জন্য অনুতপ্ত হতে হবে এবং পুনরায় সেই কাজ না করার অঙ্গীকার করতে হবে।

 

তবে কারও হক নষ্ট হয়ে থাকলে প্রথমে সেই ব্যক্তির সঙ্গে বিষয়টি সুরাহা করার পর এ তিনটি শর্ত পালন করতে হবে। বান্দার হক আদায় না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তা কবুল হবে না। নিজের অন্যায়কে স্মরণ করে মানুষ যখন অনুতপ্ত হয় এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তিনি ক্ষমা না করে পারেন না।

 

তওবাকারী বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে খুশি হন, ক্ষমা করেন। মানুষ যতবারই অন্যায় করুক, পাপে লিপ্ত হোক আল্লাহ তার অসীম দয়া ও করুণায় প্রতিবারই বান্দাকে মাফ করে দেন। তবে বান্দাকে চাইতে হবে, তওবা করতে হবে।

রমজান হলো তওবা কবুলের মাস। রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। অন্য মাসগুলোর তুলনায় রমজানে আরও সহজে বান্দার তওবা কবুল হয়। এ মাসে যে ক্ষমা প্রার্থনা করবে তাকে ক্ষমা করা হবে বলে আল্লাহর নবী (সা.) ঘোষণা করেছেন।

এজন্য রমজানে প্রত্যেককে নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত করার সংকল্প করতে হবে। তওবা ও ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিতে হবে। কোনো মানুষের ক্ষতি করে থাকলে, কারও জীবন, সম্পদ বা সম্মানে আঘাত করে থাকলে প্রথমে তার কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে। কোনো অন্যায় কাজে লিপ্ত থাকলে এখনই তা পরিত্যাগ করতে হবে। কারও সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখলে অবিলম্বে ফেরত দিতে হবে। এরপর নিজের মধ্যে অনুশোচনাবোধ সৃষ্টি হলে আল্লাহতায়ালা বিগত দিনের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন। অতীতে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে থাকলে আবার তওবা করতে হবে। তওবা ভঙ্গ হয়ে গেলে আবার তওবা করলে আল্লাহ তা কবুল করবেন। বান্দার বারবার গুনাহ এবং তওবার দ্বারা আল্লাহ বিরক্ত হন না। আল্লাহ চান বান্দা যত অবাধ্যই হোক একসময় তাঁর নিকট ফিরে আসুক।

 

রমজান মাসে বান্দাকে পাপমুক্ত হওয়ার অবারিত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন। এ সুযোগ পাওয়ার পরও কেউ তা কাজে লাগাতে না পারলে, তাঁর জন্য খুবই দুর্ভাগ্যজনক। আল্লাহর রাসুল (সা.) এমন ব্যক্তির জন্যই আক্ষেপ করেছেন।

রাসুল (সা.) বলেছেন, রমজান মাস পেয়েও যারা জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই।

তাই দুর্ভাগা হওয়া কারও জীবনের কাম্য হতে পারে না। এজন্য আসুন পাপমুক্ত জীবন গড়ার অঙ্গিকার করি এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তি লাভে নিজেকে ধন্য করে আলোকিত জীবন গড়ি। আমিন।।

লেখক : চেয়ারম্যান -গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা

Last Updated on March 15, 2024 8:27 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102