সোমবার, ২০ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা

বরুড়ায় মেয়ে অপহরণের মামলা করে ঘর ছাড়া বাবা-মা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৯ দেখা হয়েছে

সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইতালি প্রবাসী এক নারীর ইন্দনে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ও ছাত্রীর বাবা-মা। এ ঘটনায় আদালতে মামলা করায় ওই ইতালি প্রবাসীর হয়ে স্থানীয় এক নারী ইউপি সদস্যের হুমকিতে এক সপ্তাহ ধরে ঘর ছাড়া ওই ছাত্রীর পরিবার।

 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার ১৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অপহরণের শিকার ওই ছাত্রীর বাবা-মা স্থানীয় একটি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর বাবা নিখিল চন্দ্র দাস জানান, “আমার ১২ বছর বয়সী মেয়ে ধুলিয়ামুড়ি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ওই গ্রামের দীপালী রানী দাস একজন ইতালি প্রবাসী। তিনি কুমিল্লা শহরে থাকেন। তার বাসায় কাজ করেন রুনু নামের এক নারী। ওই নারীর ছেলে অন্তরের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দিপালী রানী আমার কাছে প্রস্তাব পাঠায়। আমি দিপালী রানীকে জানাই মেয়ের বিয়ের বয়স হয়নি, সে নাবালিকা, এখন বিয়ে দেব না। এতে তিনি আমার উপর ক্ষিপ্ত হন।’

 

সংবাদ সম্মেলনে নিখিল চন্দ্র দাস আরো জানান, ‘গত ২২ এপ্রিল দীপালী রানী বরুড়ায় তার গ্রামের বাড়িতে অন্তর নামের ওই ছেলেকে নিয়ে আসেন এবং কৌশলে আমার মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ঘরে আটকে রাখে। স্থানীয় লোকজন ও পুলিশ ডেকে এনে তিনি আমাকেও ফাঁসানোর চেষ্টা করেন। আমার মেয়েকে স্ট্যাম্পে মুচলেকা রেখে ছেড়ে দেবে এমন কথা বলে আমাকে বরুড়া বাজারে স্ট্যাম্প আনতে পাঠান। আমি ফিরে এসে দেখি ওই ঘরে আমার মেয়ে নেই। দিপালী রানী এবং ওই ছেলে মিলে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।’

 

সংবাদ সম্মেলনে নিখিল চন্দ্র দাস বলেন,’আমি নিরুপায় হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেমকে জানালে তিনি সহায়তায় এগিয়ে আসেননি। পরে বরুড়া থানায় মেয়ে অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে থানার ওসি বলেন দিপালী রানীর নাম ছাড়া অজ্ঞাত নামে অভিযোগ করার জন্য। আমি ওসিকে পরে আসবো বলে চলে আসি।’

নিখিল চন্দ্র জানান, পরে তিনি গত ২৪ এপ্রিল নিজে বাদী হয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

 

সংবাদ সম্মেলনে নিখিল চন্দ্র অভিযোগ করে বলেন, আদালতে দিপালী রাণীর নামে মামলা করায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য শাহিনূর আক্তার তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। তার হুমকিতে তিনি প্রায় সাত দিন ধরে স্ত্রীসহ ঘরছাড়া।

 

কুমিল্লার পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মামলাটির তদন্তের কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব ভিকটিম শিশুটিকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনবো।

 

মামলা না নেওয়ার বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবারটি থানায় এসেছিল। আমরা বলেছি অজ্ঞাত আসামি দেওয়ার জন্য। তারা বলেছিল বুঝেশুনে আবার আসবে। কিন্তু পরে আর আসেনি।

 

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, সংরক্ষিত নারী আসনের সদস্য শাহিনূর আক্তারকে ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Last Updated on April 27, 2024 7:28 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102