সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক

গোমতী নদীর বুড়িচং অংশে মাটি খেকোরা সক্রিয়

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৩০ দেখা হয়েছে

কুমিল্লা জেলা প্রশাসন গোমতীর প্রতিরক্ষাবাঁধসহ গোমতীর চর রক্ষায় অভিযান চালালেও বুড়িচংয়ের বাগিলারা এলাকার মাটি খেকোদের তৎপরতা থেমে নেই। ওই এলাকায় গোমতী নদীর চর থেকে রাতের আধাঁরে মাটি কেটে ডাম্প ট্রাকযোগে পরিবহনের ফলে প্রতিরক্ষা বাঁধসহ ফসলী জমি হুমকীর মুখে পড়েছে। এছাড়াও ভারী ডাম্প ট্রাকযোগে মাটি পরিবহনের ফলে গ্রামের রাস্তা-ঘাটও চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাগিলারা গ্রামের পাশে থাকা জেলার প্রধান নদী গোমতীতে রয়েছে বিশাল এলাকাজুড়ে চর। প্রতিবছর উজান থেকে আসা পলিতে উর্বর হয় এই চর। এতে কৃষকদের মুখে হাসি ফোটার কথা থাকলেও প্রভাবশালী মাটি খেকোদের অবাধে মাটি কাটায় পুরো চর এলাকাজুড়ে কৃষকদের মাঝে চলছে হাহাকার।

স্থানীয় লোকজন জানান, প্রতিবছর অতি বর্ষায় মাটি কাটা কিছুটা বন্ধ থাকলেও বছরের বেশীরভাগ সময়ই মাটি খেকোরা এস্কেভেটর দিয়ে অবাধে কাটছে নদীর চর এলাকার মাটি।পরে ডাম্প ট্রাকযোগে এসব মাটি বিভিন্নস্থানে প্রকল্পের জমি ভরাট, হাউজিং, জলাশয় ভরাট বা ইটভাটায় নিয়ে যাচ্ছে। আর এসব ডাম্পট্রাক প্রতিরক্ষা বাঁধে উঠানামায় একদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাঁধ অন্যদিকে মাটি কাটা ও পরিবহনে ফসলী জমি ভাঙ্গছে অবাধে।

এলাকার কৃষকরা জানান, অবাধে মাটি কাটায় ফসলী জমি ভাংছে ব্যাপকভাবে। এতে তারা জমিতে চাষাবাদ করতে পারছে না। তারা আরো বলেন,জমির আশপাশ দিয়ে ডাম্পট্রাক চলাচল করায় জমির পাড় ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হচ্ছে বহু ফসলী জমি। এছাড়াও রাতের বেলায় বেপরোয়া ট্রাক চলাচলে নদী তীরের মানুষের ঘুমের ব্যাঘাত,শিক্ষার্থীদের পড়া-লেখাসহ ব্যাপক বায়ুদূষনের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাগিলারা গ্রামের শাহদাৎ হোসেন, নারায়ন জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রতিদিন রাতে এস্কেভেটর দিয়ে নদীর চর এলাকাসহ নদীর মুল অংশ থেকেও বিচ্ছিন্নভাবে মাটি কাটছে। এস্কেভেটর দিয়ে কেটে ডাম্পট্রাক দিয়ে মাটি বিভিন্নস্থানে পরিবহনের কারণে প্রতিরক্ষাবাঁধ ও নদীর চর এলাকায় ফসলী জমি হুমকীর মুখে। চাষাবাদ শূন্য হয়ে পড়ছে চরের শত একরের ফসলী জমি।
একই এলাকার জসিম ,জয়নালসহ আরো অনেকেই জানান,ভারী ডাম্পট্রাকগুলো চলাচলের কারণে গ্রামের সড়কগুলিতে থাকা বেশ কটি কালভার্ট সহ রাস্তাঘাট ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার বুড়িচং অংশের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীরের সাথে এ বিষয়ে জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন জানান, জেলা প্রশাসক মহোদয় এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 21, 2021 10:57 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102