সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না

চন্দন দাসের কবিতা ‘যাহার জন্য প্রযোজ্য’ পড়ুন শিক্ষা-সাহিত্য পাতায়

শিক্ষা-সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৬৪৯ দেখা হয়েছে

শিল্প-সংস্কৃতি মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে।আজকে এ বিভাগে যুক্ত হয়েছেন চন্দন দাস।নব্বই দশকে ফ্রিল্যান্স সাংবাদিকতা করেছেন।কবিতা, ফিচার, কলাম লেখা নিয়েও থাকতেন ব্যস্ত। এখন আর লেখালেখির সময় সেরকম হয়ে ওঠেনা।বর্তমানে চ্যানেল আই গ্রুপের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফের ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত। এর আগে অধ্যাপনা করেছেন চৌদ্দগ্রামের বগৈড় গার্লস কলেজ  ও বরুড়ার বেগম জহিরা মহিলা কলেজে। আবার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িয়ে আছেন তিনি। কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারত- বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সদস্য চন্দন দাস কাজের ফাঁকে সময় মেলাতে পারলেই কলম ধরেন কবিতা বা ফিচার লেখায়।

‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগের শনি ও মঙ্গলবারের আয়োজনে আজ চন্দন দাসের কবিতা ‘যাহার জন্য প্রযোজ্য’।এ কবিতার উপজীব্য বিষয় সকলেই কমবেশি জানি কিন্তু মানি না; তাই যাদের ক্ষেত্রে কবিতার কথাগুলো মিলে যাবে তারা নিজেকে শুধরে নিলেই হলো।যেমন বেশি কথা বলা হলে ব্যক্তিত্বে টান পড়তে পারে, ঠিক একইভাবে অনেক সমস্যাও দানা বাঁধতে পারে। আবার পরের ধনের উপর যাদের বিকাল গড়ায়, তারা সকালের গল্পও সাজান।এরকম অনেক বিষয় ওঠে এসেছে চন্দন দাসের কবিতায়।

যাহার জন্য প্রযোজ্য

।।চন্দন দাস।।

অপ্রিয় কথা সত্য হলেও সকল সময় বলতে নেই,

সর্বসাধ্য মনে হলেও সকল কাজ করতে নেই।

ভালবেসে আপন করে কাউকে বিশ্বাস করতে নেই,

বুদ্ধিমান নিজে হলেও কাউকে বোকা ভাবতে নেই।

অকারণে বেশি কথা সকল সময় বলতে নেই,

অল্পবিদ্যা ভয়ংকরী সকল সময় সাজতে নেই।

অচেনা পথ সোজা হলেও সেপথ চলতে নেই,

আপন মনের কথাগুলো কাউকে যে বলতে নেই।

পরের যাত্রা ভঙ্গ করে নিজের নাক কাটতে নেই,

পরের ছিদ্র অন্বেষণে পরচর্চা করতে নেই।

পরের ধনে পোদ্দারি আর পরশ্রীকাতর হতে নেই,

শাক দিয়ে মাছ ঢেকে অতি চালাক বনতে নেই।

জাগ্রত থেকে কেউ ঘুমের ভান করতে নেই,

অন্যায় আর অবিচারে চুপটি করে থাকতে নেই।

পরের বিপদ দেখে কেউ নিজেকে সুখি ভাবতে নেই,

সমবেদনা জানাতে গিয়ে মায়াকান্না করতে নেই।

সকল কাজে সকল সময় পরিচালক সাজতে নেই,

অযথা গল্পচ্ছলে সারারাত জাগতে নেই।

উদরপুর্তি করতে গিয়ে ভোজন রসিক হতে নেই,

অলসভাবে শুয়ে বসে কালক্ষেপন করতে নেই।

উদারতা দেখে কারো দুর্বলতা খুঁজতে নেই,

সাম্প্রদায়িক মনোভাবে কাউকে আঘাত করতে নেই।

হুজুগে মেতে কেউ তিলে তাল করতে নেই,

চৌর্যবৃত্তি কার্য সেরে সাধুসন্ত সাজতে নেই।

রুটি-রুজি-কর্মে পরনির্ভর হতে নেই,

ক্ষুন্নিবৃত্তির আশায় কারো দ্বারে দ্বারে যেতে নেই।

ধন-মান আর পেশিশক্তির গর্ব-বড়াই করতে নেই,

চিরতারুণ্য বলিয়ান হয়ে নিজেকে অমর ভাবতে নেই।

জ্যোৎস্না রাতে তারা দেখে নীরবতা ভাঙ্গতে নেই,

দান কার্য সম্পাদনে কাউকে প্রকাশ করতে নেই।

দূর পাহাড়ের শীর্ষ চূড়ায় বৃক্ষরাজি দেখতে নেই,

অন্ধকারের অমানিশায় পূর্ণিমার চাঁদ খুঁজতে নেই।

আকাশটাকে নাগাল পেতে দিবাস্বপ্ন দেখতে নেই,

দূর আকাশের ধ্রুবতারায় নিজের ছবি দেখতে নেই।

কৌতুহলী মনে তাই সকল কিছু জানতে নেই,

সবজান্তা মনে হলেও নিজেকে প্রকাশ করতে নেই।

 

Last Updated on August 4, 2020 6:29 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102