রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে : ফারুক আহাম্মদ এলটি # যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্লাজমা ডোনেটে এগিয়ে কুমিল্লা জেলা পুলিশ ।। ৮৩ পুলিশ সদস্যের মানবিক দৃষ্টান্ত স্থাপন

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪০৫ দেখা হয়েছে

দ্বিতীয়বারের মতো কুমিল্লা জেলার ৫৬ পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করে দেশে অনন্য মানবিক নজির স্থাপন করেছে। এর আগে কুমিল্লা জেলা পুলিশের ২৭ সদস্য প্লাজমা ডোনেটে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। এনিয়ে কুমিল্লা পুলিশের মোট ৮৩ সদস্য প্লাজমা ডোনেট করলেন। যা দেশের পুলিশ সেক্টরের মধ্যে কুমিল্লা জেলা  পুলিশ প্লাজমা ডোনেটের সর্বেবাচ্চ জায়গাটি এখন পর্যযন্ত ধরে রেখেছে।

জীবন বাজি রেখে ভয়াবহ করোনা পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধায় অবতীর্ণ হয়ে জনগণকে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মুমর্ষ অবস্থা  থেকে সুস্থ হয়ে ফিরে আসা কুমিল্লা জেলা পুলিশের ৫৬ সদস্য শনিবার(২৫ জুলাই) ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশের হসপিটালের ব্লাড ব্যাংকে তাদের প্লাজমা ডোনেট করার জন্য সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এর আগে গত ৯ জুলাই ২৭ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হসপিটালের ব্লাডব্যাংকে প্লাজমা ডোনেট করে।

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন’। এ স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে কুমিল্লা পুলিশ লাইনসে শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে ছোট্ট পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে করোনাজয়ী ৫৬পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ঢাকার পথে বিদায় জানান কুমিল্লা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম।

এসময় তিনি তার শুভেচ্ছা বক্তেব্যে দেশের যেকোন দুর্যোগ ও সংকটকালীন মূহুর্তে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, করোনা পরিস্থিতিতে কুমিল্লা জেলার  মানুষকে সেবাসহ সবধরণের মানবিক সহযোগিতা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনা আক্রান্ত হয়েছে।  যথাযথ চিকিৎসার মাধ্যমে তারা করোনা জয় করেছে, সুস্থ হয়ে কর্মস্থলেও যোগদান করে রিতীমত দায়িত্ব পালন করছেন।  জেলা পুলিশের সুস্থ  হওয়া তথা করোনাজয়ী  ৫৬ যোদ্ধা আজ প্লাজমা ডোনেট করতে যাচ্ছেন।  এর আগেও আমাদের আরও ২৭ সদস্য প্লাজমা ডোনেট করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।  তাদের দেয়া প্লাজমায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবে,  এটা নিঃসন্দেহে বিষয়টি পুলিশের জন্য গৌরবের।  আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যত ঝুঁকিপূর্ণ হউক দায়িত্ব পালনে পুলিশ পিছপা হবেনা।

পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অভিবাদন জানিয়ে প্লাজমা ডোনেটকারী পুলিশ সদস্যদের বাসে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, ডিআইও ওয়ান মাঈন উদ্দিন খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্লাজমা ডোনেট করা ৫৬ জনের মধ্যে ২জন ইন্সপেক্টর, ১২জন এসআই, ১৫জন এএসআই, ২৭জন কনস্টেবল রয়েছেন।

 

Last Updated on July 25, 2020 8:19 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102