রবিবার, ০৫ মে ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে : ফারুক আহাম্মদ এলটি # যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ছালামকে বিদায়ী সংবর্ধনা প্রফেসর জামাল নাছেরকে বরণ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ দেখা হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের চাকুরী থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছেরের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষাবোর্ড মিলনায়তনে সারাদেশের শিক্ষা পরিবারের অতি পরিচিত মুখ ও সজ্জন ব্যক্তি হিসেবে খ্যাত দুই শিক্ষাবিদের বিদায়- বরণ অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীরা আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে অংশ নেন।

 

বোর্ডের কলেজ পরিদর্শক ও বিদায়-বরণ সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বরেণ্য অতিথি নব যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো, আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো, ছানাউল্যাহ ও সহকারী কলেজ পরিদর্শক মো, আবদুল খালেকসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড, শফিকুল ইসলাম, উপ কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, কুমিল­া মহিলা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাসনাত আলাউদ্দিন, কুমিল­া শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো, আবদুল খালেক প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড হুমায়ুন কবির ও কুমিল্লা মহিলা সরকারি কলেজের শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপবিদ্যালয় পরিদর্শক মো, কামরুজ্জামান।

 

এর আগে সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম কুমিল্লা শিক্ষা বোর্ডের নব-যোগদানকৃত চেয়ারম্যানের প্রফেসর মোঃ জামাল নাছেরকে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করেন এবং বোর্ডের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের বর্তমান দক্ষ ও কর্মঠ কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার কারণে সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড ইতিমধ্যে অনেক সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। আমি চেষ্টা করেছি আমার সততা ও নিষ্ঠার সাথে বোর্ডের সকল কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে। আশা করি বর্তমানে নব যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের এই বোর্ডেরই একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে চাকুরী করে গেছেন। তাই আমার অবর্তমানে অসমাপ্ত কাজগুলো তিনি সঠিক ভাবে সম্পন্ন করবেন।

 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রফেসর মো. আবদুস ছালাম ২০১৯ খ্রিষ্টাব্দের ৩০ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি কুমিল্লা বোর্ডের সচিব পদে কর্মত ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন প্রফেসর মো. আবদুস ছালাম।
প্রফেসর মো. আবদুস ছালাম প্রেষণ মুক্ত হয়ে আজ ( ২৮ সেপ্টেম্বর) যোগদান করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) । তিনি আগামি ২৯ সেপ্টেম্বর থেকে পিআরএল এ যাবেন (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) অবসর উত্তর ছুটি। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরে এই ছুটি পেয়ে থাকেন।

 

প্রসঙ্গত , বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন পদে প্রফেসর মো.জামাল নাছের কে পদায়ন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন এর আগ পর্যন্ত তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর খ্যাত প্রফেসর জামাল নাছের শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করায় উল্লসিত বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা।

Last Updated on September 27, 2022 11:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102