সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

দাউদকান্দিতে যুবলীগ নেতাকে গুলি করে খুন করেছে বোরকা পরা মুখোশধারীরা

মোহাম্মদ আলী শাহিন, স্টাফ রিপোর্টার (কুমিল্লা) দাউদকান্দি
  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০২৩
  • ৯২ দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় খুন হওয়া তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে বোরকা পরা মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করেছে।

বিষয়টি নিশ্চিত হয়ে এ খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে র‍্যাব, সিআইডিসহ পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

 

সোমবার( ১মে) সকাল থেকে বিকাল পর্যন্ত র‍্যাব,সিআইডি ও পুলিশের একাধিক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এদিকে নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের দাফন আজ সোমবার রাত সোয়া সাতটায় উপজেলার জিয়ারকান্দি গ্রামে সম্পন্ন হয়েছে। খুনের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন।

এদিকে খুনের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩০ এপ্রিল) রাত ৮ টায় জামাল হোসেন উপজেলার গৌরীপুর বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওই স্থানে অবস্থান নেওয়া বোরকা পরা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি করে।এতে মাটিতে লুটিয়ে পড়েন জামাল হোসেন।তার মৃত্যু নিশ্চিত করে খুনিরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ সময় স্থানীয়রা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন দেখা গেছে।

বেঁচে আছে এমন আশায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৌরীপুর বাজারে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ধারণা করা হচ্ছে, গৌরীপুর বাজারের স্থানীয় ও পার্শ্ববর্তী তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

উপজেলার গৌরীপুরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্ত কাজ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

একইসঙ্গে নেপথ্যে ও হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে এ মামলাটির দ্রুত তদন্ত করবো। এ মামলায় তদন্তকালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। আর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র‌্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপ-পরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন।

Last Updated on May 1, 2023 8:00 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102