বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার কৃতি সন্তান জাফর ওয়াজেদ চতুর্থবারের মতো পিআইবির মহাপরিচালক হ্যাট্রিক জয়ে দিলারা শিরিনের চমক মেঘনায় তাজ কারিশমায় ধরাশায়ী রতন শিকদার লাকসামে ইউনুছ মনোহরগঞ্জে মান্নান মেঘনায় তাজ কুমিল্লা সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  বাঙালির সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথের অপরিহার্যতা অনস্বীকার্য : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান # বর্ণাঢ্য আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন কুমিল্লা আইডিয়াল কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন কুবিতে জরুরি সিন্ডিকেট সভা : পৃথক তদন্ত কমিটি গঠন কুমিল্লায় রবীন্দ্র স্মৃতি : এখনও সময় আছে সংরক্ষনের আজ বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী ।। দুইবারের আগমনের স্মৃতিতে কুমিল্লা দাউদকান্দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের সুফল ভোগ করছে প্রান্তিক পর্যায়ের মানুষরা : ইউএনও ব্রাহ্মণপাড়া মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি উপাচার্যের গবেষণাপত্রের গোমর ফাঁস করলেন শিক্ষকরা

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯০ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের কিউ ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণাপত্র টাকায় কেনা বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য ও শিক্ষক সমিতির বাগবিতণ্ডার একপর্যায়ে এমন মন্তব্য করেন তারা।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণার পর কার্যালয় ছেড়ে যাওয়া সময় প্রশাসনিক ভবনের নিচতলায় ফের উপাচার্যের সাথে বাকবিতণ্ডায় জড়ান শিক্ষকরা। এসময় উপাচার্য উপস্থিত শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাকে যারা নিয়োগ দিয়েছে তারা আমার যোগ্যতা দেখে নিয়োগ দিয়েছে। এখন আমি যাদের নিয়োগ দেবো তাদের যোগ্যতা আমি দেখবো। আর এটাই নিয়ম। আপনাদের কোন আর্টিকেল লিখতে দিলে আপনারা পারেন না। কি শিক্ষকতা করবেন? কোন যোগ্যতা নেই।

 

তখন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, কে বলেছে আর্টিকেল লিখতে পারে না। আপনি এমন মিথ্যাচার করতে পারেন না। আপনি এই বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন। কারণ আপনি শিক্ষকদের অপমান করেছেন।

প্রতিউত্তরে উপাচার্য জানান, ‘আপনি কে আমাকে পদত্যাগ করতে বলার।’ এছাড়াও ‘আপনারা টাকা দিয়ে আর্টিকেল নিয়ে আসেন, নকল আর্টিকেল নিয়ে আসেন’ এমন মন্তব্য করতে শোনা যায়।

তখন শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য কাজী কামাল উদ্দিন সহ কয়েকজন উপাচার্য কে উদ্দেশ্য করে বলেন, স্যার আপনার কিউ ওয়ান আর্টিকেল তো টাকা দিয়ে কেনা।

পরে শিক্ষকদের গবেষণা নিয়ে উপাচার্য কট্টাক্ক করলে একপর্যায়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রক্টরের (কাজী ওমর সিদ্দিকীর) গবেষণা নিয়ে কথা তুলেন। এসময় প্রক্টর প্রতি উত্তর দিলে মেহেদী হাসান প্রক্টরকে বলেন ‘স্টপ দিস ডাস্টবিন, দিস ইজ কুমিল্লা ইউনিভার্সিটি।’ তখন উপাচার্য বলেন, ‘আপনি কি বলেছেন। আই উইল টেক ইউ দ্য রাইট প্লেস’ বলে গাড়িতে উঠে চলে যান।

এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি তিনি ৩০ বছরে একটিও কিউ ওয়ান (Q1) গবেষণা করতে পারে নাই। তিনি হঠাৎ করে উপাচার্য হওয়ার পর মালয়েশিয়ার একজনের সাথে আঁতাত করে এবং টাকা দিয়ে এটি কিনেছেন এবং এটি ওনার নিজের কাজ না। উপাচার্যের অধ্যাপনা জীবনে একটিও গৃহীত প্রকাশনা নাই। যা উনি স্বীকার করেছেন। তো হঠাৎ কিউ ওয়ান (Q1) জার্নালে গবেষণাপত্র প্রকাশ বিষয়টা কেমন না।

তিনি আরও বলেন, উপাচার্য বলেছেন শিক্ষকরা টাকা দিয়ে গবেষণা পেপার পাবলিশ করেছে। আমি উনাকে বলবো যদি উনি এটা প্রমাণ করতে পারেন শিক্ষক সমিতির পক্ষ থেকে বলছি, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবো না। আর যদি উনি এটা প্রমাণ করতে না পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করা উচিত।

 

এর আগে সকাল ১০টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুইজন বোর্ড সদস্য সেখানে উপস্থিত হননি। পরে সাড়ে ১২টার দিকে উপাচার্য প্রক্টরিয়াল বডি সহ পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করলেও শিক্ষক সমিতির বাঁধায় সেটি সম্ভব হয়নি।

 

এদিকে Q1 জার্নালের বিষয়ে একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেইমস বিভাগের অধ্যাপক ড. তোফায়েল হোসেন মজুমদার বলেন, উপাচার্য যেই ইউনিভার্সিটির সাথে এমওই করেছেন সেখানকার ডিন প্রফেসর লীম এর সাথে উনি থার্ড অথর হিসেবে কিউ ওয়ান (Q1) করেছেন। এটা ক্লিয়ারলি বুঝা যায় যে এখানে একটা কানেক্টিভিটি আছে। কেননা এর আগে প্রফেসর লীমের সাথে তার কোনো গবেষণা পেপার নেই।

তিনি আরো বলেন, তিনি বিবলোমেটিক সফটওয়্যার নিয়ে এক শিক্ষকের সাথে কথা বলেন। তখন ঐ শিক্ষক বলেন যে স্যার আপনার পেপারেই তো এটা আছে। তখন উপাচার্য বলেন তিনি মেথডোলোজি লিখেছেন। কিন্তু ওনার মেথডোলজিতেই ওই সফটওয়্যারের কথা বলা আছে। এ থেকেই বুঝা যায় যে উনি পেপারটা নিজে লিখেন নাই। আসলে উনার ঐ পেপার লেখার মতো এবিলিটিও নাই। কারণ উনার এর আগে কিউ ওয়ান তো দূরে থাক, কিউ ফোরেও উনার কোন পেপার নাই।

 

উপাচার্যের গবেষণা প্রোফাইল নিয়ে কথা বলতে চাইলে আরেক শিক্ষক জানান, উপাচার্য বাংলাদেশে ২২ বছর ৩ মাস শিক্ষকতা করেছেন, গুগল স্কলার অনুযায়ী সে সময় উনার সাইটেশন ছিল ১০। এরপর অস্ট্রেলিয়ায় ১২ বছর ১১ মাস চাকরি করেছেন, এই ১২ বছরে উনার কোনো Q1 পাবলিকেশন নাই। Clarivate Analytics এর জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার চাকরি জীবনের ৩৫ বছরেরও বেশি সময়ে উনার Q1-Q4 রেঞ্জে কোনো আর্টিকেল নাই। উনার সারা জীবনে Q1 আর্টিকেল একটি, যেটাতে উনি থার্ড অথর এইটারও একটা কারণ আছে। গত বছর মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এই সানওয়ে বিজনেস স্কুলের ডিন Professor Lim Weng Marc এর সাথে থার্ড অথর হিসেবে Q1 পাবলিকেশন করেছেন। তাহলে বিষয়টা হচ্ছে ওনাকে থার্ড অথর করা হবে এই শর্তে ওই এমওইউ স্বাক্ষর হতে পারে।

তিনি আরও জানান, এবার একটু সংখ্যার হিসেব করি। উনার ৩৫ বছরের বেশি শিক্ষকতা জীবন, গুগল স্কলার অনুযায়ী উনার আর্টিকেল সংখ্যা ২৩টা। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর পদে আবেদনের সময় ২৫টি দাবি করেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর পদে নেওয়া হয়নি। যদি উনার দাবি অনুযায়ী ২৫টাও ধরে নেই, বছরে একটার চেয়েও কম আর্টিকেল উনার। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে উনার গুগল সাইটেশন ৩২৮। স্কোপাসের হিসাব অনুযায়ী উনার সাইটেশন ৮৬। আমাদের এআইএস ডিপার্টমেন্টের তোফায়েল মজুমদার স্যারের প্রোফাইল সাইটেশন ৫৯০ সেখানে ভিসি স্যারের ৩২৮। কিন্তু তোফায়েল স্যারের চাকরির বয়স ১৫ বছরে স্কোপাস সাইটেশন যেখানে ৮৭ সেখানে ভিসির স্যারের মাত্র ৮৬টা।

# রিপোর্ট : তুষার ইমরান, কুবি প্রতিনিধি

Last Updated on March 13, 2024 10:53 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102