সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

মেয়র সাক্কুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫০৩ দেখা হয়েছে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান সফিক

কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও অজিতগুহ কলেজের সাবেক জিএস নজরুল হক ভূইয়া স্বপন লিখিত বক্তব্য পাঠ করেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারিরা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ তুলে তার রাজনৈতিক, সামাজিক ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি নেতা মনিরুল সাক্কু তার রাজনৈতিক সততা ও নগরবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে বার বার আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে কখনো চেয়ারম্যান কখনো মেয়র নির্বাচিত হয়েছেন। সেই পরাজিত শক্তি এবং ওয়ান ইলেভেনের কথিত সংস্কারবাদী ও হাইব্রিড চাঁদাবাজ সন্ত্রাসীরা জোট বেঁধে মনিরুল হক সাক্কুর দল গোছানো বাধাগ্রস্ত করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।

সংবাদ সম্মেলনে মেয়র মনিরুল হক সাক্কুর রাজনৈতিক জীবনের নানা ঘাত-প্রতিঘাতের প্রসঙ্গও তুলে ধরেন নেতৃবৃন্দ।

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মেয়র মনিরুল হক সাক্কুর একটি বক্তব্যের প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন-‘এটি সুপার এডিটিং করে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক কায়সার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রচার করছে। প্রায় ৯/১০ মাস আগে একটি অখ্যাত অনলাইন ভিডিও পোর্টালের এক সাংবাদিক মেয়র মনিরুল হক সাক্কুর ৫২ মিনিটের একটি স্বাক্ষাৎকার নেয়। ওই সময় সাংবাদিক নানা রকম প্রশ্নেবানে ফেলেন মনিরুল হক সাক্কুকে। ওই সাংবাদিক এই স্বাক্ষাৎকার প্রচার না করে এটি মনিরুল হক সাক্কুর রাজনৈতিক প্রতিপক্ষকে দিয়ে দেয়। যা হাজী ইয়াছিনের শ্যালক সুপার এডিটিং করে মনিরুল হক সাক্কুর ৫২ মিনিটের স্বাক্ষাৎকার ৩ মিনিট ৪২ সেকেন্ড করে তার ফেসবুক আইডি থেকে প্রচার করেছে। এধরণের অপপ্রচার মনিরুল হক সাক্কুর রাজনৈতিক, সামাজিক ইমেজ ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ। এব্যাপারে মেয়র মনিরুল হক সাক্কুর সাথে আলাপক্রমে আইনি প্রক্রিয়ার দিকে এগুনো হবে।’

# সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক ভূইয়া স্বপন।

সংবাদ সম্মেলনে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন-বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান সফিক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাক জসীম উদ্দিন ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, সাবেক ভিপি ও জাসাস কুমিল্লার জেলার সাবেক সভাপতি সহিদুল হাসান বাবুল, সাবেক ভিপি ও কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, অজিতগুহ কলেজের সাবেক জিএস নাছেরুজ্জামান খন্দকার, সাবেক জিএস ওম ফারুক মিঠু, সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত আকবর সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুল কবীর, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জরুল আলম রুবেল ও ফেরদৌস পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাসান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রনেতা এনামুল হক সবুজ, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক সার্কিট, মহানগর ছাত্রদল নেতা আক্তার হোসেন ও শরিফ উদ্দিন বাহার।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম protisomoy.com –এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on December 24, 2020 9:03 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102