সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা

মোহাম্মদ আলী শাহীন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৭৩ দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন (নৌকা), বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী নূর মো. সেলিম সরকার (ধানেরশীষ),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছাকে (নারকেল গাছ) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২৭জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও দাউদকান্দি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী,সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২৬জানুয়ারি) বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে ২জন ও কাউন্সিলর পদে ৪জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন-বর্তমান ক্ষমতাসীন দলের পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া,সাবেক পৌর আ.লীগের সভাপতি ও প্রয়াত সাবেক মেয়র শাহ আলম চৌধুরীর মেয়ে তাছলিমা চৌধুরী সিমিন।কাউন্সিলর পদে প্রত্যাহার কারী প্রার্থীরা হলেন-১নং ওয়ার্ডের সোলেমান আহমেদ,২নং ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল্লাহ,৪নং ওয়ার্ডের মো.মোবারক হোসেন ও ৬নং ওয়ার্ডের মো. মোবারক হোসেন মাহফুজ।

প্রতীক বরাদ্দের পর এলাকায় এসে স্ব-স্ব প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে ভোটার ও সাধারণ মানুষের আর্শীবাদ কামনা করেন। এ সময় প্রতীক নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রার্থীদের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে। ভোটারদের জানিয়ে দিচ্ছে প্রার্থীদের মার্কা। চায়ের দোকানগুলোতে চলছে আলাপ-আলোচনা। উৎসব আমেজে পৌরসভার চতুর্দিকে বইছে নির্বাচনী হাওয়া। এরিমধ্যে নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি ছাপাখানার লোকজন ব্যস্ত হয়ে পড়েছেন পোস্টার,লিফলেট,ফেস্টুন ছাপানোর কাজে। ভোটের বাকি আর মাত্র ১৭দিন। বুধবার (আজ) থেকেই ভোটযুদ্ধের উৎসবমুখর দৃশ্যের অবতারণ ঘটেছে প্রতীক প্রাপ্তি ঘিরে।

উল্লেখ্য,দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন ও কাউন্সিলর পদে ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বাছাইয়ে মেয়র পদে ১জন,কাউন্সিলর পদে ৩জনের মনোনয়ন বাতিল হয়। গত মঙ্গলবার(২৬জানুয়ারি)মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে ২জন ও কাউন্সিলর পদে ৪জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।।নির্বাচনে সকল কেন্দ্রে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on January 27, 2021 8:48 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102