সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

এক বছরের মধ্যে সদর উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স দৃশ্যমান হবে : হাজী বাহার এমপি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৪২ দেখা হয়েছে

গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখীল এলাকায় মনোরম পরিবেশে ৬ একর ভুমিতে নতুন আঙ্গিকে নির্মিত হবে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স।আর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।

ভূমি মন্ত্রলালয়ের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসন থেকে গোমতী পাড়ের ছত্রখীল এলাকার ভুমির দলিল উপজেলা প্রশাসনের কাছে প্রদানের তিনদিন পর শনিবার (৬মার্চ) বিকেলে নান্দনিক ডিজাইনের নতুন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হাজী বাহার এমপি।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স দৃশ্যমান হবে, ইনশাল্লাহ।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ভুমির দলিল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলের হাতে তুলে দেন।  এছাড়া একই এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেরও ভিত্তি প্রস্থর স্থাপন করেন হাজী বাহার এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের বর্নাঢ্য আয়োজনে নগরীর বিশিষ্টজন, উপজেলাধীন ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করে। উপস্থিত লোকজন এমপি হাজী বাহারের এ উদ্যোগের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, উপজেলা পরিষদ কমপ্লেক্স’র পিডি জিপি চৌধুরী, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী খন্দকার আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

জানা যায়, ২০১৭ সালের জুলাই মাসে কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ভৌগলিক অবস্থানগত দিক থেকে সদর দক্ষিন উপজেলায় (কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়) অবস্থিত বর্তমান আদর্শ সদর উপজেলা পরিষদ ভবনকে গোমতী নদীর উত্তরপাড়ে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন।২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে হাজী বাহার এমপি প্রতিকী মূল্যে ভূমি হস্তান্তরের জন্য ভূমি মন্ত্রনালয়ে একটি ডিউ লেটার প্রদান করেন।এরই প্রেক্ষিতে ১ লাখ ১ টাকা মূল্যে বুধবার (৩ মার্চ) ভূমির দলিল উপজেলা প্রশাসনের কাছে প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর।এর মধ্য দিয়ে কুমিল্লার নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির একটি উদ্যোগ আলোর মুখ দেখছে।আর শনিবার (৬ মার্চ) জননেতা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গোমতীর উত্তরপাড়কে ঘিরে কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে আরও একধাপ সমৃদ্ধির পথে এগিয়ে নিলেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 6, 2021 9:31 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102