বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঙালির সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথের অপরিহার্যতা অনস্বীকার্য : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান # বর্ণাঢ্য আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন কুমিল্লা আইডিয়াল কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন কুবিতে জরুরি সিন্ডিকেট সভা : পৃথক তদন্ত কমিটি গঠন কুমিল্লায় রবীন্দ্র স্মৃতি : এখনও সময় আছে সংরক্ষনের আজ বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী ।। দুইবারের আগমনের স্মৃতিতে কুমিল্লা দাউদকান্দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের সুফল ভোগ করছে প্রান্তিক পর্যায়ের মানুষরা : ইউএনও ব্রাহ্মণপাড়া মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী : হাজী বাহারের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ১৭ মার্চ কুমিল্লা হবে উৎসবের নগরী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৪১ দেখা হয়েছে
# মঙ্গলবার বিকেলে দলীয় নেতাদের নিয়ে অনুষ্ঠানস্থল কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন হাজী বাহার এমপি।

আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে উৎসবমুখর কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

এদিন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পরিকল্পনা ও তত্ত্বাবধানে বর্ণিল আয়োজনে অংশ নেবেন দলের কেন্দ্রিয় নেতারা। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসবে ইতিহাসের মহানায়কের জন্মদিনের আনন্দ উদযাপনের আসর।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ১০০ পাউন্ড ওজনের কেক কাটবে শিশু শিক্ষার্থীরা। ফুটানো হবে ১০০ আতশবাজি। শতকন্ঠে ধ্বনিত হবে জাতীয় সংগীত আর জন্মশত বার্ষিকীর থিম সং।সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাক স্টেজ’, বঙ্গবন্ধুকে নিয়ে গান করবে জনপ্রিয় শিল্পী রাফি। নৃত্য পরিবেশন করবে ঢাকার জনপ্রিয় নৃত্যশিল্পীরা।

বঙ্গবন্ধুর উপর জারি গান গাইবে রাজশাহী থেকে আগত বাউল দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিল্পীরা শোনাবে গম্ভীরা। নগরীর প্রতি ওয়ার্ডে ঝুলানো হবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ১০০টি করে ফেস্টুন। নগরজুড়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত জন্মশতবর্ষের ফেস্টুনের পাশাপাশি দলীয় কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় দেখা মিলবে বর্ণিল আলোর ঝলকানি।

এ জমকালো আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি। সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

কর্মসূচি সফল করতে গত সোমবার (৮ মার্চ) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন হাজী বাহার এমপি। এসময় নগরীর ২৭ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধরন সম্পাদক,দলীয় কাউন্সিলর সহ মহানগর যুবলীগ,মহানগর শ্রমিক লীগ, মহানগর কৃষক লীগ ,মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রনে সভায় অংশ নেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সদর উপজেলাধীন ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। কর্মসূচি সফল করতে বুধবার (১০ মার্চ) থেকে প্রতি নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হবে বর্ধিত সভা।

এদিকে মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে হাজী বাহার এমপি দলীয় নেতাদের নিয়ে অনুষ্ঠানস্থল কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন।

বঙ্গবন্ধুর জন্মদিনে মহানগর আওয়ামী লীগের বর্ণিল কর্মসূচি:
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকালে দলীয় কার্যলয়ের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ । সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে সকালে নগর শিশু উদ্যানে বঙ্গবন্ধু মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। মিলাদ ও দোয়া মাহফিল। এতিম ও দুঃস্থ মানুষের মাঝে মিষ্টি বিতরণ। বিকেলে সাড়ে ৪ টা থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মূল আয়োজনে থাকবে কেক কাটা, আতশবাজি প্রদর্শনী , সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নগরীর রামঘাটলাস্থ আওয়ামী লীগের কার্যালয়সহ নগরীর প্রধান প্রধান ভবন ও সড়কে করা হবে আলোকসজ্জা।

এবিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আমরা অনেকে অনেক কিছু হতাম না। আমার মতো অনেকেরই বঙ্গবন্ধুর আরেক জন্মশত বার্ষিকী দেখার সুযোগ মিলবে না। তাই আমরা বঙ্গবন্ধুর শততম জন্মশত বার্ষিকী আয়োজনের সবোচ্চটা করতে চাই। মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে।’

উল্লেখ্য, আগামী মঙ্গলবার ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ দিনটি সামনে রেখে ইতিমধ্যে গত বছরের ১৭ মার্চ থেকে চলতি ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।

১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবে গোটা দেশ। করোনা সংকটের কারণে ইতোপূর্বে গৃহীত নানা আয়োজনে পরিবর্তন আনা হলেও কুমিল্লায় হাজী বাহার এমপির পরিকল্পনায় উদযাপিত নানা কর্মসূচি ইতিমধ্যে দেশব্যাপি সমাদৃত হয়েছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 9, 2021 9:18 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102