# কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন" /> নজরুলের অগ্নিঝরা কবিতা গান মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিল : এমপি বাহার – প্রতিসময়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের শরবত ও পানি পান করালো কুমিল্লার সংগীতশিল্পী পরিবার কুবিতে তিন কার্যালয়ে তালা, চাবি শিক্ষক সমিতির দায়িত্বে বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

নজরুলের অগ্নিঝরা কবিতা গান মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিল : এমপি বাহার # কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৯১ দেখা হয়েছে
জাতীয় কবি নজরুলের ১২৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি

এক হাতে বিষের বাঁশি, আর এক হাতে অগ্নিবীনা বাজিয়ে সাম্যের গান গেয়ে যিনি বৃটিশ রাজশক্তির চরম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই প্রাণের কবি, গানের কবি, মহাবিদ্রোহের অগ্নিগিরি ও বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কুমিল্লায় উদযাপন করা হচ্ছে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা সাংস্কৃতিক জোট, জাতীয় রবীন্দ্র্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল মেমোরিয়াল একাডেমীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। পরে বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

 

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুলের কবিতা, গল্প, গান, প্রবন্ধ, উপন্যাস আমাদের বাংলা সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে নজরুলের গান কবিতা এ উপমহাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক। নজরুলের অগ্নিঝরা কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিল। আজও যখন সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা চলে, মানুষের জীবন বিপন্নের ষড়যন্ত্র চলে তখন আমরা সাহস সঞ্চয় করি সাম্য, মানবতা ও বিদ্রোহী কবি নজরুলের কবিতার ছন্দ থেকে। কুমিল্লার সাথে কবির আত্মিক সম্পর্ক কুমিল্লাকে মহিমান্বিত করেছে। ১৯২১ সাল থেকে ১৯২৩ সালের মধ্যে মোট পাঁচবারের আগমন আর ১১ মাসের অবস্থান ঘিরে কবি নজরুলের জীবনের মোড় ঘুরার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল এই কুমিল্লাতেই। কবি নজরুলের কুমিল্লায় অবস্থানের পুরো সময়টা ছিল বৈচিত্র্যময়। জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্ম নিয়ে যত বেশি চর্চা ও গবেষণা হবে তাতে করে নজরুল কুমিল্লার, কুমিল্লা নজরুলের-এই বোধ ও বিশ্বাসের জায়গাটি আরো সমৃদ্ধ ও আলোকিত হয়ে উঠবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও আবত্তিকার মাহতাব সোহেল।

Last Updated on May 25, 2023 5:38 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102