সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক : উপজেলা চেয়ারম্যান টুটুল

এম এইচ মনির,স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে

প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল #

কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান  অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সাধারণ অসুখ-বিসুখের ক্ষেত্রে প্রতিদিনই গ্রামীণ জনগোষ্ঠীতে স্বাস্থ্য সেবা দিচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলো।সরকারের ধারাবাহিক পদক্ষেপের কমিউনিটি ক্লিনিক আজ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাপ্রাপ্তির অন্যতম  ঠিকানা হয়ে উঠছে।

বৃহস্পতিবার (১২নভেম্বর) কুমিল্লা  আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের শাসনামলে কমিউনিটি ক্লিনিকের দুরাবস্থার কথা তুলে ধরে চেয়ারম্যান টুটুল আরও বলেন, ওই সময়ে কমিউনিটি ক্লিনিকগুলো গরু-ছাগলের আবাসস্থলে পরিনত হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক উন্নয়নে হাত দেন। আজকে অতীতের চেয়ে তৃণমূলে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি  পেয়েছে অনেকগুন। দেশের নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যুহার কমিয়ে আনতে গ্রাম-গঞ্জে  সাফল্যের  ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক। এখান থেকে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধও  প্রদান করা হয়ে থাকে।

গত ৭ নভেম্বর থেকে  প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর)। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাছিমা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম প্রমুখ । প্রশিক্ষণ কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বাররা অংশ নেন।

কমিউনিটি  বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ,স্বাস্থ্য অধিদপ্তর আয়োজনে  জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ  এজেন্সির (জাইকা) সহযোগিতায় প্রশিক্ষন কর্মসূচির বাস্তবায়নে রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ।

প্রসঙ্গত,গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোর ফলে প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্যসেবার মান বেড়েছে। সাধারণ রোগব্যাধির জন্য এখন আর দূরে কোথাও যেতে হয় না। কমিউনিটি ক্লিনিক থেকে শুধু চিকিৎসা পরামর্শই না বিনামূল্যে ওষুধ দেয়া হয়ে থাকে। প্রতিদিনই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা চিকিৎসাসেবা নিতে আসে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন। 

Last Updated on November 12, 2020 11:08 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102