সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের জমকালো অনুষ্ঠান দেখল কুমিল্লা নগরবাসী

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৭২ দেখা হয়েছে

বিকেলের আকাশে উড়ছে শত শত রং-বেরংয়ের বেলুন। সন্ধ্যা আকাশে আঁতশবাজির ঝলকানি। শতকণ্ঠে আমার সোনার বাংলা-আমি তোমায় ভালোবাসি। অনাথ শিশুদের নিয়ে ১০১ পাউন্ড ওজনের কেক কাটা। স্থানীয় শিল্পীদের থিম সং এবং জাতীয় পর্যায়ের ও ব্র্যান্ড শিল্পীদের পরিবেশনাসহ পালা গান, গম্ভীরা পরিবেশনের মধ্যদিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনের জমকালো অনুষ্ঠান দেখল কুমিল্লা নগরবাসী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এমন আয়োজনই সরাসরি উপভোগ করে নির্ধারিত আসনের তিন হাজার আমন্ত্রিত অতিথি। আর কুমিল্লা টুয়েন্টিফোরের (আইপি টিভি) বদৌলতে ঘরে বসেই পুরো অনুষ্ঠান উপভোগ করেছে কুমিল্লা নগরবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের এমপি আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জজ এমপি। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এমপি কুমিল্লায় এ আয়োজনের এবং আ ক ম বাহাউদ্দিন বাহারের রাজনৈতিক প্রজ্ঞার ভুয়শি প্রশংসা করেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের জাতির জনক কিংবা বঙ্গবন্ধু হওয়ার পথটা মসৃণ ছিলো না। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। ছয় দফাই ছিল স্বাধীনতার বীজ। বঙ্গবন্ধু সেই ছয় দফা বাস্তবায়নের শুরুতেই উজ্জীবিত হয়ে উঠে গোটা জাতি। এ কারনে কারাবরণ করতে হলো বঙ্গবন্ধুকে। ৭ মার্চ বঙ্গবন্ধু রেইসকোর্স ময়দানে এক মহাকাব্য সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু বাঙালীর মনে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সেই আগুনে পালাতে হয়েছে পাকিস্তানীদের।

বিএনপির সমালোচনা করে মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, মীর্জা ফখরুলরা ৭ মার্চ পালন করে। এটা তাদের রাজনৈতিক কূটকৌশল। কারণ তারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সমকক্ষ করার চেষ্টা করছে। অথচ জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ করেছে।

সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একদিন বাঙ্গালিরা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে। সেই স্বপ্ন দেখার কারনে ২৩ বছর কারাগারে থাকতে হয়েছিলো। বঙ্গবন্ধু বলেছিলো বীর বাঙ্গালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। সেই নেতার ডাকে আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছি। দেশ স্বাধীন হলো। কিন্তু হায়েনারা বঙ্গবন্ধুকে বাঁচতে দিলো না। তবে এখন আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পেরেছি। আজ মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যি হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত কুমিল্লার উন্নয়নে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের কর্মকান্ড তুলে ধরেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 18, 2021 11:18 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102