শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বৃষ্টির প্রার্থনায় টাউন হল মাঠে ইসতিসকার নামাজ আদায় সাবেক মেম্বারের ছেলের ছুরিকাঘাতে যুবক আহত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি প্রাণ গোপাল দত্ত জাবিরের কবিতা ‘কখনো আসবে না’ এমপি প্রাণ গোপাল দত্তের উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে ঐতিহ্যবাহী কার্জন খাল পুকুর জলাশয়ের কচুরিপানা ময়লা-আর্বজনা অপসারণের আহ্বান জানালেন কুসিক মেয়র দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের শরবত ও পানি পান করালো কুমিল্লার সংগীতশিল্পী পরিবার কুবিতে তিন কার্যালয়ে তালা, চাবি শিক্ষক সমিতির দায়িত্বে বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়

যানজট নিরসন পদক্ষেপে পাল্টে গেছে কুমিল্লা নগরীর রাজগঞ্জ থেকে কান্দিরপাড়ের দৃশ্যপট

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১০০ দেখা হয়েছে
বুধবার সকাল ১১টায় কান্দিরপাড় মোড়।

পাল্টে গেছে কুমিল্লা নগরীতে যানজটের অন্যতম এলাকা কান্দিরপাড়ের দৃশ্যপট।কর্মজীবী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ বুধবার সকালে ব্যাটারিচালিত রিকশা, ইজিাইক ও থ্রি-হুইলারশূন্য ব্যতিক্রমী রাজগঞ্জ থেকে কান্দিরপাড় এলাকা দেখে স্বস্তির নি:শ্বাস ফেলেছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পর স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের দিকনির্দেশনায় নগরীতে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এরমধ্যে রাজগঞ্জ এলাকার দেশওয়ালিপট্টি থেকে কান্দিরপাড় পর্যন্ত সড়কে ইঞ্জিনচালিত প্রাইভেট যানবাহন, অ্যাম্বুলেস, জরুরী সেবাকাজে নিয়োজিত যানবাহন ছাড়া রিকশা, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বুধবার থেকে নিষিদ্ধ করে পদক্ষেপ বাস্তবায়নের কাজ শুরু করে কুমিল্লা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ এবং কুমিল্লা সিটি করপোরেশন।

আসন্ন রোজা ও ঈদকে সামনে রেখে গৃহিত ওই পদক্ষেপের ফলে বুধবার সকালে নগরীর রাজগঞ্জ থেকে কান্দিরপাড় এলাকা ঘুরে দেখা গেছে রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনশূন্য নগরীর এ প্রধান সড়ক ছিল অনেকটা ফাঁকা। কিছু ব্যক্তিগত গাড়ী ও মোটরসাইকেল ছাড়া ব্যাটারিচালিত ও থ্রি-হুইলার যানবাহন দেখা মেলেনি এই সড়কে।

নগরবাসী রাজগঞ্জ থেকে কান্দিরপাড় সড়কে এ কার্যক্রমকে সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য করে সাধুবাদ জানালেও পুলিশলাইন থেকে পূবালিচত্বর ও টমছমব্রীজ পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সাথে এধরণের পদক্ষেপ সাময়িক সময়ের জন্য না করে এটি স্থায়ীভাবে অব্যাহত রাখা যায় কিনা এব্যাপারে স্থানীয় এমপিসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন।

যানজট নিরসনে কেবল ওই পদক্ষেপই নয়, গতকাল থেকে নগরীর কোন সড়কের পাশে ভ্যানগাড়ি বসিয়ে হকারি ও ফুটপাত দখল করে দোকানপাট করতে দেওয়া হয়নি। সাধারন মানুষ ও পথচারিরা নির্বিঘ্নে চলাচল করেছেন নগরীর রাস্তায়।

এদিকে ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার থেকে টোকেনে চাঁদা আদায়ের কোন দৃশ্য দেখা যায়নি সড়কে। এসব চাঁদাবাজদের ধরতে পুলিশের একাধিক টিমকে চিহ্নিত এলাকায় টহল দিতে দেখা গেছে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হক টিপু জানান, যানজট নিরসনের বিশেষ সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের একটি হচ্ছে নগরীর রাজগঞ্জ থেকে কান্দিরপাড় পর্যন্ত রিকশা ও ব্যাটারিচালিত যানবাহন চলতে পারবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাসগুলো কান্দিরপাড় আসতে পারবে না। শিক্ষার্থী ওঠানামা করবে টমছমব্রীজ এলাকায়। এ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা খুব সকাল থেকেই দায়িত্ব পালন করছি। আজকে (বুধবার) প্রথমদিন সাধারণ মানুষ অনেকেই এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লা নগরীতে যানজট নিরসনে সোমবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয় র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আতিক উল্লাহ খোকন প্রমুখ।

Last Updated on March 15, 2023 7:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!