বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে : ফারুক আহাম্মদ এলটি # যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার শ্রমজীবী ও পথচারীর মাঝে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের পানির বোতল বিতরণ মুরাদনগরে একই সঙ্গে পানিতে ডুবে প্রাণ গেলো রোজা মনি ও ইয়াছিনের দেবিদ্বারে হামলার শিকার আ’লীগের নেতাকর্মীরা, অভিযোগ সাবেক এমপির নির্বাচনে অংশগ্রহনের জন্য কারো আত্মীয়স্বজনের বিষয়ে আইনে বলা নেই : ইসি মুরাদনগরে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো দেওয়ান মোক্তার ফুড অ্যান্ড বেভারেজ অবশেষে কুবি উপাচার্যসহ ২০জনের নামে থানায় অভিযোগ মুরাদনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের আঙ্গুল স্বামীর দিকে অসহনীয় গরমে মুরাদ নগরের একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ মুরাদনগরে আর্সি নদীতে বাঁধ দিয়ে ফসলি জমির মাটি নিচ্ছে ইটভাটায়  ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা মুরাদনগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার নারী যাত্রী নিহত দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন : ‘আমরা আপনাদের বলবো কে মাঠে থাকবেন, কে থাকবেন না’ কোষাধ্যক্ষের গাড়ি আটকে দিল কুবি শিক্ষক সমিতি চান্দিনায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ : মামুন সভাপতি, জীবন সাধারণ সম্পাদক, আলিম সাংগঠনিক

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩২২ দেখা হয়েছে

‘জেলাজুড়ে সাংবাদিকদের সেতুবন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে কুমিল্লায় এই প্রথম বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ৬২ সদস্য কমিটি গঠনের মাধ্যমে ‘কুমিল্লা মিডিয়া ফোরাম’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেলে কুমিল্লা নগরীর ঝাউতলায় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়ার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ২৯জন কার্যকরী এবং ৩৩জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

কমিটিতে সভাপতি পদে রয়েছেন সাদিক হোসেন মামুন (ইনকিলাব), সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন (নিউজ ২৪ টিভি), সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম খান (দৈনিক রূপসী বাংলা)। অন্যান্য পদে রয়েছেন; সহ-সভাপতি এম ফিরোজ মিয়া (ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ মো. আজিজুল হক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক আহসান হাবিব পাখি (আনন্দ টিভি), পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম (নয়াদিগন্ত), সহ-পাঠাগার সম্পাদক মো. আক্তারুজ্জামান মজুমদার (দৈনিক আলোকিত সকাল), সমাজকল্যান সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল (দৈনিক কালেরকণ্ঠ), সহ-সমাজকল্যান সম্পাদক জহিরুল হক রাসেল (দি ডেইলি এশিয়ান এজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ পাটোয়ারি (জাগোনিউজ২৪), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বিল্লাল হোসেন (দৈনিক কুমিল্লার আলো), সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন দামাল (সমতটের কাগজ), সহ-সাহিত্য সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয় (দৈনিক মানবকণ্ঠ), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জয় (দৈনিক নব চেতনা), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ফারুক হুসাইন জনি (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিএম মহিউদ্দি মন্টি (দৈনিক আজকের কুমিল্লা), সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম (দৈনিক আমাদের সময়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শরীফ প্রধান (আলোকিত বাংলাদেশ), সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. অপু খান চৌধুরী (দৈনিক শিরোনাম), প্রশিক্ষণ ও আপ্যায়ন সম্পাদক মো. নুরুল ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন), সহ-প্রশিক্ষণ ও আপ্যায়ন সম্পাদক ইসমাইল নয়ন (দৈনিক কুমিল্লার কাগজ)। নির্বাহী সদস্য পদে রয়েছেন- কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), তবারুক উল্লাহ কায়েস (যুগান্তর), এম সাদেক (প্রথম আলো), জসীম উদ্দিন চাষী (দৈনিক সমাজকণ্ঠ), আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি) ও মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা)।

 

এছাড়াও ১১টি উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৩জনকে সদস্যপদে রাখা হয়েছে। তারা হলেন- ফখরুল ইসলাম সাগর (রূপসী বাংলা), জামাল উদ্দিন দুলাল (যায় যায় দিন), সাইফুল ইসলাম (ভোরের কাগজ), ময়নাল হোসেন ভিপি (মুক্ত খবর), কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভারব), শামছুল আলম রাজন (কুমিল্লার বার্তা), মো. মনোয়ার হোসেন (দেশ রূপান্তর,) জহিরুল ইসলাম জহির (মানবজমিন), জালাল আহমেদ (যায়যায়দিন), মো. মনির হোসাইন (ইনকিলাব), সুমন সরকার (যুগান্তর), নাজিম উদ্দিন (প্রতিদিনের সংবাদ), মেহেদী হাসান শুভ (আমার সংবাদ), মাহফুজুর রহমান (বাংলাদেশের খবর), খন্দকার মো. আলে এমরান হোসেন (চ্যানেল এ), মুহা: ফখরুদ্দীন (সকালের সময়), শাহ ইমরান (আজকের কুমিল্লা), ফেরদৌস মাহমুদ মিঠু (দেশের কন্ঠ), মোতালেব হোসেন (সমাজকণ্ঠ), মাসুদ রানা জুয়েল (ডাক প্রতিদিন), মনির হোসেন (তৃতীয় মাত্রা), জহিরুল ইসলাম মারুফ (আমাদের কন্ঠ), বাপ্পী মজুমদার ইউনুস (আমাদের নাঙ্গলকোট), এ আর আহমেদ (আজকালের খবর), মাহফুজ আনোয়ার সৌরভ (আমাদের মাতৃভূমি), শাহরিয়ার ইমন জয় (ঢাকা টাইমস), মোহাম্মদ আলাউদ্দিন (সংবাদ সারাবেলা), তাসীন তিহামী (মানবকণ্ঠ), মো. শামীম হোসেন (আজকের বিজনেস বাংলাদেশ), ফাহাদ রহমান (সময়ের আলো), গাজী রুবেল (প্রতিদিনের কাগজ), রাজীব সাহা (চ্যানেল এস), জেসমিন জেসি আলভি (পূবার্শা), কামাল হোসেন ভূইয়া (মুক্তির লড়াই), মোহাম্মদ জহিরুল হাসান (সাপ্তাহিক চৌদ্দগ্রাম)।

Last Updated on May 14, 2023 6:43 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!