শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে : ফারুক আহাম্মদ এলটি # যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার শ্রমজীবী ও পথচারীর মাঝে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের পানির বোতল বিতরণ মুরাদনগরে একই সঙ্গে পানিতে ডুবে প্রাণ গেলো রোজা মনি ও ইয়াছিনের দেবিদ্বারে হামলার শিকার আ’লীগের নেতাকর্মীরা, অভিযোগ সাবেক এমপির নির্বাচনে অংশগ্রহনের জন্য কারো আত্মীয়স্বজনের বিষয়ে আইনে বলা নেই : ইসি মুরাদনগরে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো দেওয়ান মোক্তার ফুড অ্যান্ড বেভারেজ অবশেষে কুবি উপাচার্যসহ ২০জনের নামে থানায় অভিযোগ মুরাদনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের আঙ্গুল স্বামীর দিকে অসহনীয় গরমে মুরাদ নগরের একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ মুরাদনগরে আর্সি নদীতে বাঁধ দিয়ে ফসলি জমির মাটি নিচ্ছে ইটভাটায়  ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথের বাড়ি পরিদর্শনে প্রত্মতত্ত্ব অধিদফতরের টিম

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৬ দেখা হয়েছে

ছবি: ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি পরিদর্শন করেছেন আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের নেতৃত্বে প্রত্মতত্ত্ব অধিদফতরের টিম #

পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম দাবি যিনি উত্থাপন করেছিলেন সেই মানুষটি হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ গভীর রাতে পাকবাহিনী ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথকে কুমিল্লার ধর্মসাগরের পশ্চিমপাড়ের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায় কুমিল্লা সেনানিবাসে। সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করে বর্বর পাকসেনারা। দেশ স্বাধীন হলেও সেই ভাষা সৈনিকের মৃতদেহটি খুঁজে পাওয়া যায়নি।

কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি পরিদর্শন করেছেন প্রত্মতত্ত্ব অধিদফতরের একটি টিম। ধর্মসাগরের পশ্চিম দিকের এ সড়কটি ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের নামে নামকরণ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্মতত্ত্ব অধিদফতরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের ঝাউতলা বাড়িটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিচালক দফতরের উপসহকারী প্রকৌশলী রিফাত হাসান তরিকুল, গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সহকারী কাস্টোডিয়ান সিয়াম চৌধুরী, সার্ভেয়ার চাইথোয়াই মার্মা প্রমুখ ৷স্থানীয়দের উপস্থিত ছিলেন অভিনেতা ও আলোকচিত্রী শাহজাহান চৌধুরী।

প্রায় ১৫ শতক জায়গার উপর বাড়িটির অবস্থান থাকলেও ৷ তবে জরাজীর্ণ অবস্থায় মূল বাড়িটি রয়েছে ৭/৮ শতকের উপর। পরিদর্শন টিম বাড়িটির পরিমাপ, ডকুমেন্টেশন ও বিভিন্ন ধরনের স্থিরচিত্র ধারন করেন

বাড়িটি পরিদর্শনের বিষয়ে আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, ‘এই বাড়িটির প্রত্মতাত্ত্বিক গুরুত্ব ক্ষীণ হলেও গুরুত্বপূর্ণ বাঙালি ব্যক্তিত্বের আবাসস্থল হওয়ায় এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু কম নয় ৷ সুতরাং এটিকে ব্যক্তিত্ব মূল্যায়নের নিদর্শন স্বরূপ সরকারের তালিকাভূক্তির মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে।’

উল্লেখ্য, প্রায় দুই যুগ ধরে ধীরেন্দ্র প্রেমীরা কুমিল্লায় তাঁর স্মৃতি রক্ষার দাবীসহ সাংগঠনিক উদ্যোগ নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। ধীরেন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা এবং তার স্মৃতি রক্ষার আহবান জানিয়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংলাপের উদ্যোগে সংগঠনের পরিচালক অভিনেতা শাহজাহান চৌধুরী ধীরেন্দ্রনাথের জীবনী নিয়ে ছাপানো ফোল্ডার সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ করেছেন। এছাড়াও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাধ দত্তকে জানতে চিনতে এবং নতুন প্রজন্মকে একুশের চেতনায় জাগিয়ে তুলতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধীরেন্দ্রনাথ দত্তের বড় আকৃতির ছবি প্রদানের মহৎ কাজটি করছেন সংগঠক শাহজাহান চৌধুরী। আবার কবি ও চারুশিল্পী রহিম খান নিজ উদ্যোগে ধীরেন্দ্র নাথের সংক্ষিপ্ত ইতিহাস লিখে বাড়িটির সামনে সাইনবোর্ড দিয়েও প্রচারণা চালিয়েছেন।

কুমিল্লার মানুষ ধীরেন্দ্রনাথকে ভালোবাসেন বলেই ঐতিহাসিক ধর্মসাগরের পশ্চিম দিকের রাস্তার বাড়িটি সংরক্ষণ করে কৃর্তিমান এই মানুষটিকে অনন্তকাল স্মৃতির ভেতর বাঁচিয়ে রাখতে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণের মানুষজন সরকারি উদ্যোগের প্রতি প্রচন্ড আশাবাদী হয়ে আছে।

#দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন

Last Updated on September 21, 2020 6:18 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!