শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে সর্বজনীন পেনশন স্কীম : কুমিল্লা জেলা প্রশাসক অর্থসংকটে ভলিবল টিম পাঠাচ্ছেনা নোবিপ্রবি শিশু ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী গ্রেফতার, প্রেসব্রিফিংয়ে আবেগতাড়িত র‌্যাব অধিনায়ক নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত ব্যবসায়ী দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে : ফারুক আহাম্মদ এলটি # যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার শ্রমজীবী ও পথচারীর মাঝে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের পানির বোতল বিতরণ মুরাদনগরে একই সঙ্গে পানিতে ডুবে প্রাণ গেলো রোজা মনি ও ইয়াছিনের দেবিদ্বারে হামলার শিকার আ’লীগের নেতাকর্মীরা, অভিযোগ সাবেক এমপির নির্বাচনে অংশগ্রহনের জন্য কারো আত্মীয়স্বজনের বিষয়ে আইনে বলা নেই : ইসি মুরাদনগরে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো দেওয়ান মোক্তার ফুড অ্যান্ড বেভারেজ অবশেষে কুবি উপাচার্যসহ ২০জনের নামে থানায় অভিযোগ মুরাদনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের আঙ্গুল স্বামীর দিকে অসহনীয় গরমে মুরাদ নগরের একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ মুরাদনগরে আর্সি নদীতে বাঁধ দিয়ে ফসলি জমির মাটি নিচ্ছে ইটভাটায়  ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ার ঘটনায় দুইজন গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮১ দেখা হয়েছে
# মৃতসন্তান কোলে নিয়ে সোহেল দম্পতি।সোমবার বিকেলে কোতয়ালী থানায়।

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবশেষে থানায় মামলা গ্রহণের পর দুই আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানার চকবাজার ফাঁড়ি পুলিশ।

ওই এলাকার বাসিন্দা ৯ মাসের এক অন্তঃসত্ত্বা এক গৃহবধূ প্রতিবেশি একটি পরিবারের লোকদের নির্যাতনের কারণে তার নবজাতকের মৃত্যুর ঘটনা গত দুইদিনে নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।বিশেষ করে নবজাতকের মরদেহ কোলে নিয়ে তার পিতা সোহেল আরমান বিচার চেয়ে নানা জায়গায় যায়। পরে সোমবার ২২ ফেব্রুয়ারি বিকেলে থানায় গেলে সোহেল আরমানের স্ত্রীর অভিযোগ কোতয়ালী থানা পুলিশ গ্রহণ করে। আর ওই রাতেই পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার অধীন চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া জানান, এ ঘটনায় শিল্পী আরমান বাদী হয়ে দাখিল করা অভিযোগটি সোমবার রাতে এফআইআর হিসেবে নেয়া হয়। এ মামলায় আবুল কালাম, তার স্ত্রী শাহনাজ বেগম, মেয়ে লিমা, ছেলে শরীফ, আরিফ ও মেয়ের জামাতা সফিককে আসামি করা হয়েছে। এদের মধ্যে আবুল কালাম ও তার ছেলে শরীফকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়ার সোহেল আরমানের সঙ্গে বসতবাড়ির সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির তার মামা আবুল কালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুল কালামের পরিবারের লোকজন সোহেল আরমানের স্ত্রী শিল্পী আরমানকে মারধর করেন। একপর্যায়ে আবুল কালামের স্ত্রী শাহনাজ বেগম সোহেল আরমানের গর্ভবতী স্ত্রী শিল্পী আরমানের পেটে লাথি মারেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই গৃহবধূ ছেলেসন্তান প্রসব করেন এবং প্রসবের পর নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর মৃতসন্তান কোলে নিয়ে সোহেল দম্পতি বিকেলে কোতোয়ালি মডেল থানায় যান। গৃহবধূ শিল্পী আরমান বাদী হয়ে  ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। রাতে অভিযোগটি এফআইআর হিসেবে নেয়া হয়।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on February 23, 2021 10:17 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!