-নূরে জান্নাতুল ফাহিমা-
মেঘগুলো যেনো ছুটে চলে
আকাশেতে অবিরাম
তারাই যেনো লিখে যাচ্ছে
আকাশেতে আকাশ নাম!
মেঘাচ্ছন্ন আকাশ দেখে
মন হয়ে যায় নদী
আর কিছু পাই বা না পাই,
মেঘ ছোঁয়া হতো যদি
সেই উপমায় মন ছুঁয়ে যায়
দেখি অপলক দৃষ্টিতে!
বিকেল পেরিয়ে সন্ধা গড়াল
বিধাতার এ সৃষ্টিতে,
স্বপ্নের মতো রূপকথার
যতো মেঘ আছে
তোরা আয়,
এই ধরাতে বৃষ্টির আজ
পড়েছে যে বড় দায়!
আকাশের ওই ঝাপসা আলোয়
মেঘগুলো কেনো ডাকে?
Last Updated on March 30, 2024 8:18 pm by প্রতি সময়