মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো দেওয়ান মোক্তার ফুড অ্যান্ড বেভারেজ অবশেষে কুবি উপাচার্যসহ ২০জনের নামে থানায় অভিযোগ মুরাদনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের আঙ্গুল স্বামীর দিকে অসহনীয় গরমে মুরাদ নগরের একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ মুরাদনগরে আর্সি নদীতে বাঁধ দিয়ে ফসলি জমির মাটি নিচ্ছে ইটভাটায়  ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা মুরাদনগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার নারী যাত্রী নিহত দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন : ‘আমরা আপনাদের বলবো কে মাঠে থাকবেন, কে থাকবেন না’ কোষাধ্যক্ষের গাড়ি আটকে দিল কুবি শিক্ষক সমিতি চান্দিনায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রাণ গোপাল দত্ত বরুড়ায় মেয়ে অপহরণের মামলা করে ঘর ছাড়া বাবা-মা বৃষ্টির প্রার্থনায় টাউন হল মাঠে ইসতিসকার নামাজ আদায় সাবেক মেম্বারের ছেলের ছুরিকাঘাতে যুবক আহত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি প্রাণ গোপাল দত্ত জাবিরের কবিতা ‘কখনো আসবে না’ এমপি প্রাণ গোপাল দত্তের উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে ঐতিহ্যবাহী কার্জন খাল পুকুর জলাশয়ের কচুরিপানা ময়লা-আর্বজনা অপসারণের আহ্বান জানালেন কুসিক মেয়র দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের শরবত ও পানি পান করালো কুমিল্লার সংগীতশিল্পী পরিবার

রবীন্দ্রের মাত্র ২৪ হাজারের মরোনত্তর বীমা দাবির লক্ষাধিক টাকার চেক পেল নমিনি রমা রানী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ দেখা হয়েছে
মরোনত্তর বীমা দাবির চেক নমিনির হাতে তুলে দেন কুসিক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন রায়হান এজেন্সীর ব্রাঞ্চ ম্যানেজার মো. রায়হান, কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের সভাপতি সাদিক মামুন।

মাত্র সাত কার্যদিবসের মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মরোনত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলিস্থ ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বীমাগ্রাহক এর নমিনীর অনুকূলে ১ লাখ ৩৭ হাজার ৪৩০ টাকার চেক হস্তান্তর করা হয়।

 

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর রায়হান এজেন্সীর অ্যাকাউন্ট হোল্ডার শ্রী রবীন্দ্র নারায়ন দাস হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার ক্লেইম এর সকল কাগজ জমা দেওয়ার মাত্র সাত কার্যদিবসের মধ্যে চার্টার্ড লাইফ তার  দাসের হাতে মৃত্যুদাবী বাবদ ১ লাখ ৩৭ হাজার ৪৩০ টাকার চেক তুলে দেওয়া হয়।  বীমা গ্রাহক শ্রী রবীন্দ্র নারায়ন দাস জীবদ্দশায় মাসিক এক হাজার টাকা করে ২৪টি প্রিমিয়ামে ২৪ হাজার টাকা প্রদান করার পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।  বিষয়টি তার পরিবার থেকে সংশ্লিষ্ট এজেন্সীকে অবহিত করানোর পর মরোনত্তর বীমা দাবির যাবতীয় কার্যক্রম সাত কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে রোববার (৪ ফেব্রুয়ারি) নিহত বীমা গ্রাহক শ্রী রবীন্দ্র নারায়ন দাসের নমিনি রমা রানী দাসকে চেক প্রদান করা হয়।

 

মরোনত্তর বীমা দাবির চেক নমিনির হাতে তুলে দেন চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ সমাজসেবক সৈয়দ রায়হান আহমেদ ও অনুষ্ঠানের সভাপতি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল।

 

এসময় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রায়হান এজেন্সীর ব্রাঞ্চ ম্যানেজার মো. রায়হান, কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুনসহ নিহত বীমা গ্রাহকের পরিবারবর্গ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং কোম্পানীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

স্বামীর মরোনত্তর বীমা দাবির চেক হাতে পেয়ে নমিনি রমা রানী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘মৃত্যু, দুর্ঘটনা কখনো বলে-কয়ে আসে না।  আমার স্বামী একজন সামান্য রোজগারী মানুষ ছিলেন। মানুষের কাছে ধারদেনাও রয়েছে। এরপরও ভবিষ্যত সঞ্চয়ের কথা ভেবে আমার স্বামী প্রতিমাসে কিছু জমা করতেন। হঠাৎ তার মৃত্যুতে মাথার ওপর আকাশ ভেঙ্গে পড়েছে। এমন দু:সময়ে উক্ত ইন্স্যুরেন্স কোম্পানীতে দু্ই বছরে তার জমানো জীবন বীমার মাত্র ২৪ হাজার টাকা আজকে ১ লাখ ৩৭ হাজার টাকা পরিশোধ করেছে। এটা আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া।  এ টাকা থেকে আমার স্বামীর ধারদেনা পরিশোধ করবো। তার সৎগতির জন্য কিছু করবো।  কৃতজ্ঞতা জানাই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে।

 

এদিকে অনুষ্ঠানে চেক বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ বলেন, লাইফ ইন্স্যুরেন্সের অনেকগুলো সুবিধা রয়েছে যা আপনার এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। আয় রোজগারের দিক থেকে কম-বেশি যা-ই হোক সকলের উচিত ইন্স্যুরেন্স পলিসির অ্যাকাউন্ট খোলা।   আর এলাকায় যারা শিক্ষিত বেকার তরুণ, যুবক রয়েছে তাদের প্রতি আহবান থাকবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স পেশায় যোগ দিয়ে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ গ্রহণ করা।  আমি মনে করি এ পেশায় স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে।

 

সভাপতির বক্তব্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল বলেন, চার্টার্ড লাইফ দ্রুততার সঙ্গে তার সকল বীমা গ্রাহককে সকল ধরনের বীমা সুবিধা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ। গ্রাহকের সঙ্গে আমাদের যে চুক্তি, অঙ্গিকার হয়ে থাকে আমরা তা পরিপূর্ণ করে থাকি। আমরা দ্রুত ক্লেইম স্যাটেল করছি।পলিসি হওয়া মাত্রই আমাদের গ্রাহকদের কাছে ওয়েলকাম কল পৌঁছে যাচ্ছে।একজন গ্রাহক আমাদের চার্টার্ড প্রিয়জন অ্যাপসের মাধ্যমে সে তার পলিসি রেকর্ড দেখতে পাচ্ছেন।সে কবে টাকা জমা দিয়েছে সাথে সাথে এসএমএস পাচ্ছে।আমাদের ডিজিটালাইজেশনের বিষয়টির দিকে আমরা অনেক মনোযোগী।এখন প্রযুক্তির যুগ। হাতের মুঠোয় সকল হিসেব নিকেশ। মানুষের আর্থিক জীবনযাত্রায় লাইফ ইন্স্যুরেন্স অনেক গুরুত্বপূর্ণ এক সংযোজন।  চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিশ্বস্ততার এক দশক পার করে মাথা উঁচু করে এগুচ্ছে।

Last Updated on February 5, 2023 8:09 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!